Select Page

সালমানকে নিয়ে সিনেমার অনুমতি দেননি নীলা চৌধুরী!

সালমানকে নিয়ে সিনেমার অনুমতি দেননি নীলা চৌধুরী!

রোববার অনন্য মামুন ঘোষণা দেন ‘আমাদের সালমান শাহ’ নামের সিনেমা নির্মাণের। তিনি জানান, এ বিষয়ে সালমানের মা সম্মতি দিয়েছেন। কিন্তু নীলা চৌধুরী বলছেন অন্য কথা।

নীলা চৌধুরী সোমবার লিখেছেন, ‘আচ্ছালামু আলাইকুম, এইমাত্র দেখলাম একটা পোস্ট। কেউ একজন ঘোষণা দিয়েছেন সালমানকে নিয়ে তিনি ফিল্ম করছেন, আমি (সালমান শাহর মা) নাকি তাকে পারমিশন দিয়েছি? কখন, কীভাবে? এইসব বাজে প্রচারণা বন্ধ করো। এখন অনেক গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। এই সময় জনগণের দৃষ্টি অন্য দিকে নিতে এসব প্রচারণা শুরু করেছে। আমি কাউকে কোনো পারমিশন দেই নাই সালমান শাহকে নিয়ে ফিল্মের গল্প বানাবার জন্য। এসো নোংরামি বন্ধ করো। এফডিসি কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হবে এ ব্যাপারে।’

ফেসবুক ঘোষণায় অনন্য লিখেছিলেন, ‌“আগেই বলেছিলাম তার জন্যই আমার ফিল্মে আসা। হিরো হতে পারি নাই, গল্প লেখক থেকে পরিচালক হয়েছি। তবে এবার তাকে নিয়েই কাজ করবো, আমার স্বপ্নের নায়ক সালমান শাহকে নিয়ে। ছবির নাম ‘আমাদের সালমান শাহ্’।

আজ নাম নিবন্ধন করলাম। তবে আইডিয়া কিন্তু আমার না, লাইভ টেকনোলোজিসের আরাফাত ভাইয়ের আইডিয়া। ডিজিটাল পাটর্নার লাইভ টেকনোলোজিস্। ‘চালবাজ’ শেষ করে শুরু করবো ‘আমাদের সালমান শাহ্’, হিরো-হিরোইন নিয়ে থাকবে অনেক চমক।”


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares