Select Page

সালমানের জন্মদিনে তারকামেলা

সালমানের জন্মদিনে তারকামেলা

Birth n Death 1সালমান শাহর ৪৪তম জন্মবার্ষিকী এ উপলক্ষে এফডিসিতে শনিবার বসছে তারকামেলা। প্রয়াত নায়কের জন্মদিন উদযাপন করতে সালমান শাহ স্মৃতি পরিষদ এফডিসিতে আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। অনুষ্ঠান উদ্বোধন করবেন সালমান শাহ জননী নীলা চৌধুরী।

অনুষ্ঠানে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকাদের সঙ্গে এবার সম্মাননা পাচ্ছেন সালমান শাহ ভক্ত শাহিদা স্বর্ণা। নোয়াখালীর মাইজদী শহরের এ নারী জীবন ও সংসারের নানা রকম ঝক্কি ঝামেলা ও বাধা বিপত্তি সত্ত্বেও তার প্রিয় নায়কের সংগৃহীত অসংখ্য ছবি আগলে রেখেছেন সযতনে।

সালমান শাহর মা নীলা চৌধুরীকে এ আয়োজনের মাধ্যমে দীর্ঘদিন পর জনসম্মুখে দেখা যাবে। রাজনীতিবিদ ও কণ্ঠশিল্পী হিসেবে নীলা চৌধুরীর বেশ নাম ছিল। কিন্তু ছেলে সালমান শাহের মৃত্যুর পর অন্তরালে চলে যান তিনি। অনুষ্ঠানে কেক কেটে তিনি ছেলের জন্মদিনের উৎসবের সূচনা করবেন। এ ছাড়াও সম্মাননা পাচ্ছেন নায়ক রুবেল, জায়েদ খান, অমিত হাসান, ফেরদৌস, মৌসুমী, শিল্পী, আগুন, কনকচাঁপা, সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টু।


Leave a reply