Select Page

সালমানের মৃত্যু রহস্য : মিডিয়ার নজর শুধু ‘হিট নিউজ’

সালমানের মৃত্যু রহস্য : মিডিয়ার নজর শুধু ‘হিট নিউজ’

অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য নতুন করে আলোচনায় এসেছে। এমন সময়ে মিডিয়ার রয়েছে অনেক দায়িত্ব। তা কতটা পালন করছে?

সম্প্রতি সালমান হত্যা মামলার অন্যতম আসামি রাবেয়া সুলতানা রুবি ফেসবুক ভিডিওতে দাবি করেন— সালমান আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। তারপর থেকে গণমাধ্যম জুড়ে চলছে নানা ধরনের আলোচনা। কিন্তু তার কোনোটাই মৃত্যু রহস্য উদঘাটনে সাহায্য করছে না। উল্টো এ নায়ককে পুঁজি করে নিজেদের কাটতি বাড়াচ্ছে।

সালমানের মৃত্যুর পর কিছু ম্যাগাজিন অরুচির গল্প ফেঁদে টাকা আয় করেছিল। দুই দশক পর কোনো ধরনের দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে দেদারসে সেইসব গল্প সরবারহ করছে পত্রিকাগুলো। হুটহাট দুই-একজনের ইন্টারভিউ করছে। তারও আলোচনার বিষয় রসালো। ভঙ্গিগুলো হচ্ছে হত্যা না আত্মহত্যা— কোনো একটা মেনে নেওয়া। নেই পাল্টা প্রশ্ন বা অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি।

কোনো কোনো টিভিতে দেখা গেছে সালমান শাহর মামলার অগ্রগতি নিয়ে রিপোর্ট করতে। তাও যে অনুসন্ধানীমূলক কিছু নয়। এক চ্যানেলকে দেখা গেছে ‘হত্যার দায় স্বীকার করা রিজভীর স্বীকারোক্তি’ নিয়ে নিউজ করছে। যা অনেক বছরের পুরনো খবর। কোনো ধরনের সৌজন্য স্বীকার বা জবানবন্দির সময়কাল উল্লেখ ছাড়াই সে খবর এমনভাবে ছাপছে অনলাইন বা পত্রিকাগুলো— মনে হবে আগেরদিনের বা সেদিনের খবর। উৎকট শিরোনাম তো রয়েছেই!

সালমান শাহ হত্যা মামলা বর্তমানে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে। তাদের কাছ থেকে তথ্য নিয়ে দুই-একটা বাদে কোনো মিডিয়াই সংবাদ প্রচার করেনি। যে সব সংবাদ প্রকাশ হয়েছে তাও দায়সারাগোছের।

সব মিলিয়ে সালমান শাহ ইস্যুতে চূড়ান্ত দায়িত্বহীনতা, রুচিহীনতার পরিচয় দিচ্ছে মিডিয়াগুলো। তাদের হিটের খরায় স্বস্তি ছাড়াই কিছু হতে পারেননি সালমান শাহ।


মন্তব্য করুন