Select Page

সিনেপর্দায় কাঙাল হরিনাথ, সাথে রবীন্দ্রনাথ-লালন-মীর মোশাররফ

সিনেপর্দায় কাঙাল হরিনাথ, সাথে রবীন্দ্রনাথ-লালন-মীর মোশাররফ

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-তে ৮টি শাখায় পুরস্কার জিতেছে রিয়াজুল রিজু নির্মিত প্রথম চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’। এবার ‘কাঙাল’ নামে নতুন আরেকটি সিনেমা নির্মাণের কথা জানালেন।

হরিনাথ মজুমদার ওরফে কাঙাল হরিনাথকে নিয়ে নির্মিত হবে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির গল্পে আরো অনেকগুলো ঐতিহাসিক চরিত্র রয়েছে। যেমন; রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবী ঈশান রায়, লালন সাঁই, রবীন্দ্রনাথের বাবা মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মীর মোশাররফ হোসেনের মতো বিখ্যাত ব্যক্তি।

এ প্রসঙ্গে রিজু বলেন, ‘কাঙাল হরিনাথ একজন বিপ্লবী, সাংবাদিকতার প্রবাদপুরুষ। আমি নিজেও একজন সংবাদকর্মী, সে জায়গা থেকেও একটা দায়বদ্ধতা রয়েছে। তার জীবনের অনেক গল্প, তবে সিনেমায় আমি গুরুত্ব দিতে চেয়েছি হরিনাথের সাংবাদিক জীবন এবং বিপ্লবের গল্প।’

তিনি আরো বলেন, ‘এবার সরকারি অনুদানের জন্য চলচ্চিত্রটি জমা দিয়েছি। অনুদান ঘোষণার আগ পর্যন্ত আপাতত সিনেমাটির শুটিং শুরু করতে পারছি না। অনুদান পাব কিনা জানি না, তবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় তথ্যমন্ত্রী দু’জনই সংস্কৃতিমনা ও চলচ্চিত্রপ্রেমী, তাই ভালো মানের চলচ্চিত্রের দিকে উনারা আলাদাভাবে দৃষ্টি দেবেন। আর সেক্ষেত্রে আমার বিশ্বাস আমি অনুদান পাব।’

 

ইতোমধ্যে চলচ্চিত্রটির কাহিনি লেখা শেষ করেছেন বাংলা একাডেমি পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কাহিনিকার ও সংলাপ রচয়িতা মাসুম রেজা। তবে এটির চিত্রনাট্য রচনা যৌথভাবে করছেন রিয়াজুল রিজু ও মাসুম রেজা।

উল্লেখ, সিনেমা পর্দায় কাঙাল হরিনাথ, লালন বা মীর মোশাররফ নতুন নয়। লালনের কাল্পনিক জীবনী অবলম্বনে নির্মিত ‘মনের মানুষ’ সিনেমায় চরিত্র দুটি দেখা গেছে।


মন্তব্য করুন