Select Page

সিনেপ্লেক্স প্রযোজিত ছবির নাম ‘ফ্রি’, নায়িকা সুনেহরা

সিনেপ্লেক্স প্রযোজিত ছবির নাম ‘ফ্রি’, নায়িকা সুনেহরা

# সিনেমাটির নাম ‘ফ্রি’
# নারী সার্ফার নাসিমাকে নিয়ে এর কাহিনি
# ওই চরিত্রে অভিনয় করবেন র‌্যাম্প মডেল সুনেহরা বিনতে কামাল
# তিনি দুই মাস সার্ফিংয়ের উপর প্রশিক্ষণ নিয়েছেন
# তানিম রহমান অংশুর পরিচালনায় নায়ক হচ্ছেন শরিফুল রাজ

বেশ আগেই সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল মাল্টিপ্লেক্স সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ছবির নাম জানা গেল এবার। ‘ফ্রি’ নামের সিনেমাটি নির্মিত হবে বাংলাদেশের সফল নারী সার্ফার নাসিমাকে ঘিরে।

‘ফ্রি’ পরিচালনা করছন তানিম রহমান অংশু। নাসিমার চরিত্রে অভিনয় করবেন র‌্যাম্প মডেল সুনেহরা বিনতে কামাল। তার বিপরীতে আছেন শরিফুল রাজ।

অংশু বলেন, ‘গল্পের প্রয়োজনে বেশ কয়েকজন বিদেশি শিল্পীকে নেওয়া হচ্ছে। তারা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের ইন্ডাস্ট্রিতে কাজ করেন। এখনই তাদের নাম প্রকাশ করতে চাইছি না। তবে নায়ক হিসেবে দেখা যাবে রাজকে। অন্য একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সাঈদ বাবুকে। চলচ্চিত্রটি প্রযোজনা করছে স্টার সিনেপ্লেক্স। দুই মাস ধরে সুনেহরাকে সার্ফিংয়ের খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। যেহেতু সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি তৈরি করতে যাচ্ছি, তাই কোনো কিছু যাতে অবিশ্বাস্য মনে না হয় সেদিকে খেয়াল রাখছি।’

এর মধ্যে গল্প লেখার কাজ শেষ। নভেম্বর থেকে টানা এক মাস কক্সবাজারে হবে শুটিং। পরে ঢাকার বিভিন্ন লোকেশনেও আরো কয়েকটি দৃশ্যের শুটিং হবে।

সূত্র : কালের কণ্ঠ


Leave a reply