Select Page

সিনেপ্লেক্স-ব্লকবাস্টারসহ ষোল প্রেক্ষাগৃহে ‘লিডার’

সিনেপ্লেক্স-ব্লকবাস্টারসহ ষোল প্রেক্ষাগৃহে ‘লিডার’

দিলশাদুল হক শিমুল পরিচালিত ‘লিডার‘ মাত্র দুটি হলে মুক্তি পেয়েছিল গত বছরের নভেম্বরে। ২২ মার্চ থেকে ঢাকার দুই মাল্টিপ্লেক্সসহ ষোল হলে দেখা যাচ্ছে সিনেমাটি।

‘লিডার’ প্রদর্শিত হচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, রাজমনি, পূরবী, আনন্দ, মুক্তি, গীত, সেনা অডিটোরিয়াম ও সৈনিক ক্লাবে।

বাকি হল- বর্ষা (গাজীপুর), রানীমহল (ডেমরা), গুলশান (নারায়ণগঞ্জ), রজনীগন্ধা (চালা), পূর্বাশা (শান্তাহার), রাজিয়া (নাগড়পুর) ও (কেয়া-টাঙ্গাইল)।

সিনেমাটির ট্যাগলাইন ‘রাজনৈতিক উত্তেজনাময় চলচ্চিত্র’। আর পরিচালক জানালেন, গল্পই লিডারের মূল চরিত্র।

‘লিডার’-এ অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, ওমর সানী, শহীদুল ইসলাম সাচ্চু, নাদের চৌধুরী, মতিন রহমান, নিঝুম রুবিনাসহ অনেকেই।


মন্তব্য করুন