Select Page

সিনেমাটি শেষ করছেন মাহি

সিনেমাটি শেষ করছেন মাহি

mahi-iner-2-800x471

মাহির চলচ্চিত্রে আসা জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে। এক সময় মাহি ছাড়া জাজ ভাবা যেতো না। কিন্তু অবস্থার এখন বিপরীত। জাজ ছাড়ার পর দুর্ভাগ্য যেন পিছু নেয়। আটকে যায় হাতে থাকা একমাত্র সিনেমা জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’।

এবার ১ বছর পর সিনেমাটির জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন আলোচিত এ অভিনেত্রী।

‘অনেক দামে কেনা’য় অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করছেন মাহি। এ ধরনের চরিত্রে আগে কখনো দেখা যায়নি তাকে। তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে ‘অনেক দামে কেনা’র বাকি কাজ আবারও শুরু হচ্ছে। কক্সবাজারে গানের দৃশ্যায়ন হবে।

সিনেমাটির বেশির ভাগ অংশের চিত্রায়ন শেষ। এবার বাকিটুকু শেষে। আগামী বছর মুক্তি পাবে ‘অনেক দামে কেনা’।

মাঝের খরা কাটিয়ে বেশ সামলে উঠেছেন মাহি। এখন তার হাতে আছে বাণিজ্যিক ও আফ ট্র্যাক কয়েকটি সিনেমা। সব মিলিয়ে আগের ফর্মে ফিরে এসেছেন জনপ্রিয় এ নায়িকা।

 


মন্তব্য করুন