Select Page

সিনেমার প্রস্তুতি নিচ্ছেন শাফায়েত মনসুর রানা

সিনেমার প্রস্তুতি নিচ্ছেন শাফায়েত মনসুর রানা

ভিন্ন ভিন্ন ধাঁচের বেশ কিছু নাটক নির্মাণ করে জনপ্রিয়তা পেয়েছেন শাফায়েত মনসুর রানা। বর্তমানে নিজের অভিষেক সিনেমার জন্য প্রস্তুত নিচ্ছেন।

শাফায়েত পেশায় শিক্ষক। সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন পিএইচডি’র। তার আগেই সিনেমা শেষ করে যেতে চান।

কিছুদিন আগে বিএমডিবি ঘনিষ্ঠ এক সূত্র নির্মাতায় এক আড্ডায় এই তথ্যটি জানতে পারে। শাফায়েত উত্তর আমেরিকায় উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন। সেই সূত্রে টানা কয়েক বছর দেশের বাইরে থাকতে হবে।

এমনিতে বছরে খুব কম সংখ্যক নাটক নির্মাণ করেন শাফায়েত। এর মাঝেই সামাজিক সচেতনতামূলক বৈচিত্র্যময় কাজের জন্য তিনি বেশ আলোচিত হয়েছেন। আছে থ্রিলার ও কমেডিধর্মী নাটক-টেলিফিল্ম।

বিশেষ করে ‘এক্স ওয়াই জেড’ ও ‘লাইক এন্ড শেয়ার’ সিরিজের জন্য তিনি দর্শকনন্দিত হয়েছেন, এছাড়া আমরা ফিরবো কবে, আমাদের সমাজবিজ্ঞান, আমার নাম মানুষ, অ্যাওয়ার্ড নাইট তার উল্লেখযোগ্য টেলিফিল্ম।

শাফায়েতের সমসাময়িক বেশ কয়েকজন নির্মাতা নাটক থেকে সিনেমায় পা রেখেছেন সাম্প্রতিক বছরে। তবে ততটা সফল হতে পারেননি। এই নির্মাতার বিষয় ভাবনা বরাবরই চমকে দেওয়ার মতো। এখন দেখার বিষয়- কবে নাগাদ ও কোন বিষয়ের ওপর সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হবেন।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares