Select Page

সিনেমায় অভিনয় করছেন ফারুকী!

সিনেমায় অভিনয় করছেন ফারুকী!

এত দিন মোস্তফা সরয়ার ফারুকী ছিলেন ক্যামেরা পেছনে, অন্যদের অভিনয়ের নির্দেশনা দিয়েছেন। এবার তিনি নিজেই অভিনয় করছেন!

বৃহস্পতিবার রাতে একটি ছবি পোস্ট করে জানালেন, এটি তার অভিনেতা হিসেবে অভিষেক লুক টেস্ট। তবে সিনেমার নাম বা নিজের চরিত্র সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে মানা করলেন। সময় হলেই সব জানাবেন।

ফারুকী লেখেন, ALMOST made my acting debut in a film! This is a photo from the look test! Don’t ask me which film and what role! Will tell this when the time is right. হ্যাশট্যাগে দেন #tbt #farooki #bangladesh #film

স্বভাবতই মোস্তফা সরয়ার ফারুকীর এই পোস্টকে ঘিরে কৌতুহল তৈরি হয়েছে। লাইক ও মন্তব্যের বন্যা বইছে।

এর আগে বুধবার চুল ছাটার একটি ছবি শেয়ার করেন ফারুকী। তখন ভাবা হয়েছিল করোনায় চুল কাটার ছবি শেয়ারের ট্রেন্ডে শামিল হয়েছেন ‘ডুব’ পরিচালক।

সর্বশেষ করোনা উপলক্ষে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যানারে একটি ভিডিওচিত্র নির্মাণ করেছেন ফারুকী। এতে তার ক্যামেরা ও নির্দেশনায় অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা।

বড়পর্দার জন্য ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ দেড় বছর ধরে সেন্সরে আটকে আছে। অন্যদিকে ‘নো ল্যান্ডস ম্যান’ রয়েছে সম্পাদনার টেবিলে।


মন্তব্য করুন