Select Page

সিনেমা ছেড়ে ওয়েব সিরিজ বানাচ্ছে জাজ, পরিচালনায় সঞ্জয় সমদ্দার

সিনেমা ছেড়ে ওয়েব সিরিজ বানাচ্ছে জাজ, পরিচালনায় সঞ্জয় সমদ্দার

 ‘পোড়ামন ২’ এর পর জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে উল্লেখযোগ্য কোনো ছবি নেই। ‘মাসুদ রানা’র নাম ঘুরে-ফিরে আসলেও দর্শকদের অতিরিক্ত প্রত্যাশা কতটা ধারণ করতে পারবে তাও প্রশ্ন। এ ছাড়া অনেক দিন ধরে আর্থিক প্রতারণার অভিযোগে অন্তরালে রয়েছে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ।

শনিবার নতুন একটি প্রজেক্টের ঘোষণা দিয়েছে জাজ। তবে সিনেমা নয়, এবার তারা পা রাখছে ওয়েব সিরিজের জগতে। ‘অনুতাপ’ নামের সিরিজটি নির্মাণ করবেন টেলিভিশনের পরিচিত নির্মাতা সঞ্জয় সমদ্দার।

পাশাপাশি এও জানিয়েছে, আপাতত সিনেমায় বিনিয়োগ করছেন না প্রতিষ্ঠানটি।

জাজ ফেসবুকে জানায়, বর্তমানে করোনার কারণে বিশ্বব্যাপী সিনেমার ব্যবসার করুণ অবস্থা। বাংলাদেশে তার চিত্র আরও ভয়াবহ। জাজের সিনেমা না থাকার কারণে করোনার আগেই হল সংখ্যা ২৮৩ থেকে ১১০ এ নেমে এসেছিল। হল মালিকদের বক্তব্য ছিল, জাজ বছরে ৮-১০ সিনেমা তৈরি করতো সাথে শাকিব খানের ৪টার মতো সিনেমা মুক্ত পেত। এই দিয়ে সিনেমা হলের চলে যেত। শুধু শাকিব খানের ৩-৪টা সিনেমা দিয়ে হল বাঁচিয়ে রাখা যায় না। তার উপর ২০১৮-২০১৯ দুই বছরে দুই ঈদে শাকিব খানের সিনেমায় হল মালিকদের আর্থিক ক্ষতির কারণে, হল মালিকগন আরও বিপদের পড়ে যায়। ফলে হল সংখ্যা ২৮৩ থেকে ১১০ এ নেমে আসে।

তার মধ্যে করোনা মরার উপর খাড়ার ঘা হয়ে এলো। এখন হল সংখ্যা ৪০-৫০টি। বেশীর ভাগ বড় হলসমূহ এর মাঝে ভেঙে ফেলেছে। এখন অনেক জেলাতেই আর কোন হল নেই।

নিজেদের নিয়ে আত্মতুষ্টির পর প্রতিষ্ঠানটি বলছে, জাজ আর নতুন কোন সিনেমা বানাচ্ছে না। কারণ জাজের ৩টি সিনেমা তৈরি হয়ে আছে। করোনার কারণে মুক্তি দিতে পারছে না। এবং এই বছর মুক্তি দিতে পারবো বলে মনে হয় না। আর এই তিনটা সিনেমাই বিগ বাজেটের। ২-৩ কোটি টাকার উপর বাজেট। এত টাকা কোন মতেই ৫০ হল থেকে উঠে আসবে না। আবার জাজেরর পক্ষে কম বাজেটের বা নিম্নমানের সিনেমা বানানো সম্ভব নয়।

তাই, জাজ এখন থেকে ওটিটি প্লাটফর্মের জন্য ওয়েব সিরিজ ও সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছে। ওয়েব সিরিজের ক্ষেত্রেও জাজ তার নিজ সুনামের সাথে সুবিচার করেই চলবে।

জাজ তাদের প্রথম ওয়েব সিরিজ ‘অনুতাপ’ পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার। এরপর আসবে ‘পাপ’, ‘বারুদ’ ও ‘খোঁজ’।

এ দিকে আব্দুল আজিজকে ধন্যবাদ জানিয়ে পরিচালক সঞ্জয় জানান, থ্রিলার ঘরানার কাহিনিতে তৈরি হবে ‘অনুতাপ’। শিগগিরই এর বিস্তারিত জানা যাবে।


মন্তব্য করুন