Select Page

সিনেমা পরিচালনার জন্য গল্প খুঁজছেন রিয়াজ

সিনেমা পরিচালনার জন্য গল্প খুঁজছেন রিয়াজ

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় দেখা গেছে এক সময়ের জনপ্রিয় নায়ক রিয়াজকে। এবার তিনি পরিচালনায় আগ্রহী। খুঁজছেন গল্প।

সম্প্রতি দেশ রূপান্তরকে রিয়াজ বলেন, “চলচ্চিত্র পরিচালনার কথা ভাবছি। এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চলছে। এখনো গল্প নির্বাচন হয়নি। আমার ইচ্ছা সবার কাছ থেকেই গল্প আহ্বান করব। তার মধ্য থেকে যেটা ভালো লাগবে সেটা নিয়েই আমার প্রথম পরিচালিত সিনেমা করব।”

টেলিভিশন ও স্টেজ শো’তে নিয়মিত হাজিরা দিলেও এই নায়ক সিনেমায় নেই অনেকদিন। সর্বশেষ পরপর দুই ছবিতে (কৃষ্ণপক্ষ ও সুইটহার্ট) দেখা যায় ২০১৬ সালের ফেব্রুয়ারিতে।

অভিনয প্রসঙ্গে বলেন, “সর্বশেষ আমার অভিনীত ‘সুইটহার্ট’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এরপর বেশ কিছু সিনেমার প্রস্তাবও পেয়েছি। কিন্তু কেন যেন মন সায় দেয়নি কাজগুলো করতে। আসলে আমরা যখন সিনেমায় এসেছি, তখন সিনেমার বাজার ছিল রমরমা। অনেক অনেক সিনেমা নির্মিত হতো। একই সঙ্গে অনেকগুলো সুপারস্টার পাল্লা দিয়ে কাজ করতেন, তাদের মধ্যে প্রতিযোগিতা হতো কাজ নিয়ে। তবে অবশ্যই সেটি হেলদি কমপিটিশন। এখনকার মতো অসুস্থ প্রতিযোগিতা ছিল না। তা ছাড়া এখন তো সিনেমাও নির্মিত হচ্ছে কম। যে সিনেমায় অভিনয় করে আমি নিজে তৃপ্ত হব না, তা না করাই ভালো। তবে আমি জানি, আমার অভিনয় মিস করেন অনেকে। তাদের জন্যই তো উৎসবকেন্দ্রিক নাটকগুলো করে থাকি। এর মধ্যেই কয়েকটা নাটক করা হয়েছে। সময়স্বল্পতার জন্য ধারাবাহিক নাটক করা হয় না। সবই এক ঘণ্টার নাটক।”

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বশেষ নির্বাচনে অন্যতম চমক ছিলেন রিয়াজ। মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচন করে জয়ীও হন। কিন্তু এবার তিনি এর সঙ্গে থাকছেন না। বর্তমান কমিটির বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেছেন।

 


মন্তব্য করুন