Select Page

সিনেমার ভুল: ভালোবাসা ১৬ আনা

সিনেমার ভুল: ভালোবাসা ১৬ আনা

ভালোবাসা ১৬ আনা ছবির পোস্টার

ভালোবাসা ১৬ আনা একটি নিম্নমানের রোমান্টিক এ্যাকশন মুভি। মনির হোসেন মিঠু পরিচালিত এই মুভিটি গত ১৭ মার্চ সারাদেশে মুক্তি পেয়েছে। ভালোবাসা ১৬ আনা ছবির অন্যতম ভালো দিক হল এটি কোন নকল ছবি নয়, তবে এর গল্প মান্ধাতার আমলের। নিম্নমানের নির্মান হওয়ার কারণে এই ছবিটি ভুলে ভর্তি। ভালোবাসা ১৬ আনা ছবির ছোট-বড় ১১টি ভুল আমাদের চোখে পড়েছে।

১. আজ থেকে ২০ বছর আগের দৃশ্যে অভিনেতাদের হাতে আইফোন, স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন দেখানো হয়েছে। ঐসময় বিল গেটসের বাবার হাতেও স্মার্টফোন ছিল না।

২. গুন্ডারা যখন সাদেক বাচ্চু সাহেবের বাচ্চাকে চুরি করে নিয়ে যাচ্ছিল বাচ্চু সাহেব তখন গুন্ডাদের উদ্দেশ্যে একটি গুলি করতেই দুটি গুলির শব্দ হয়ে দুই জায়গায় লাগল। এই দৃশ্য দেখার পর জেমস বন্ড সিরিজের পরবর্তী মুভিগুলোতে সাদেক বাচ্চু সাহেবকে নেয়া হবে বলে একটি অবিশ্বস্ত সূত্রে জানা গেছে।

৩. বাচ্চা চুরি করে নেওয়ার সময় বাচ্চাটা হাত থেকে ফসকে গিয়ে অনেক উঁচু থেকে মাটিতে পড়ে যায়। অথচ বাচ্চাটা একটুও কাঁদা তো দূরে থাক চিৎকারও দিল না। তখনই বাংলার জনগণ বুঝে গিয়েছিল এই মাল বড় হয়ে নায়ক হবে।

৪. সাদেক বাচ্চু সাহেবের ১০-১৫ মিটার কাছেই তার বাচ্চাটিকে ফেলে গুন্ডারা পালিয়ে যায়। এলাকার প্রভাবশালী লোক হওয়া শর্তেও সে “অনেক” খুঁজেও বাচ্চাটাকে পেলো না, যদিও বাচ্চাটা তার বাড়ির পাশেই বড় হলো। সাদেক বাচ্চু সাহেব গুগোলে “পোলা হারায় গেছে” লেখে সার্চ দিলেই পারতেন।

via GIPHY

৫. আজ থেকে ২০ বছর আগে বাংলাদেশ পুলিশের নীল ইউনিফর্ম ছিল। এই সিনেমায় দেখানো হয়েছে সবুজ ইউনিফর্ম।

৬. জঙ্গলে এক মহিলা তার প্রেমিককে বলছে “তুমি আমাকে স্বামীর অধিকার দাওনি”। সঠিক সংলাপ হবে “তুমি আমাকে স্ত্রীর অধিকার দাওনি”।

৭. নায়িকা আর তার বান্ধবীরা দেখছিল জঙ্গলে এক লোক এক মহিলাকে গলা টিপে মেরে ফেলছে। তারা মারার দৃশ্যের ছবি তুলে পরে মারার পরে চিৎকার করল। অথচ আগে চিৎকার করলে খুনি ভয়ে পালিয়ে যেত মহিলাটিও বেঁচে যেত।

৮. ছবির শুরুতে যে দাড়িওয়ালা লোকটিকে বাচ্চু সাহেবের ম্যানেজার হিসেবে দেখানো হলো ২০ বছর পরে সেই লোকটিকেই অন্য একটি চরিত্রে ক্লিন শেভ করা অবস্থায় যুবক রুপে দেখা গেল। হয় আমাদের দেশে সিনেমায় আর্টিস্ট আর বাজেট কম নয়তো কলিকাতা হারবালের কার্যকারিতা বেশি।

৯. ২০ বছরে নায়ক-নায়িকা সবাই বড় হয়ে গেল, তাদের মা-বাবারা বৃদ্ধ হয়ে গেলেন। অথচ সাদেক বাচ্চু সাহেব ২০ বছর জেলে থাকলেও বৃদ্ধ হওয়া তো দূরে থাক তার একটা চুলও পাকেনি। অবশেষে প্রমাণিত হলো জেলে থাকলে মানুষের বয়স বাড়ে না।

১০. জুনিয়র নায়ক যখন হাতে মদের বোতল নিয়ে মারামারি করছিলেন তখন এক দৃশ্যে ভিলেনের ঘুষি খেয়ে তার হাত থেকে বোতল পড়ে যায় এবং সে উড়ে গিয়ে দূরে গিয়ে পড়ে। অথচ উঠে দাঁড়ানোর পরই দেখা গেল তার হাতে বোতল হাজির। মাতাল যেখানে বোতল সেখানে।

১১. শেষ ফাইটিং দৃশ্যে নায়ক এক ভিলেনের আঘাত হাত দিয়ে আটকিয়ে ভিলেনকে পাল্টা লাথি মারে। অথচ দৃশ্যটা এমনভাবে দেখানো হয়েছে যে লাথিটা জায়গায় দাঁড়িয়ে নয় দূর থেকে দৌড়ে এসে দেওয়া হয়েছে।

(আমার মন চাইতাচে এই ছবির সব পরিচালকগো জোর কইরা অস্কার পুরষ্কার ভইরা দেইঃ ডিপজল)


Leave a reply