Select Page

সিয়ামের সঙ্গে নায়িকা মিম-সুনেরাহ

সিয়ামের সঙ্গে নায়িকা মিম-সুনেরাহ

কদিন আগেই নির্মাতা দীপংকর দীপন দেশের ‘প্রথম সাইবার থ্রিলার’ ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’ নির্মাণের ঘোষণা দেন। এতে অভিনয় করার জন্য সিয়াম আহমেদসুনেরাহ বিনতে কামালের যুক্ত হওয়ার বিষয়টিও জানান তিনি। এবার মুক্তি হলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

ছবির গল্প প্রসঙ্গে পরিচালক দীপংকর দীপন বলেন, আগামী দিনের যুদ্ধ হবে সাইবারে। এ দেশের যোদ্ধারা তার জন্য কি প্রস্তুত? ছবিতে একদল প্রযুক্তিপাগল তরুণকে দেখা যাবে। সিয়াম সেই দলের একজন সদস্য। চরিত্রের নাম লুমিন।

রবিবার (২০ জুন) মিমের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে সিনেমাটির নির্মাণ প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

দীপংকর দীপন বলেন, ‘এই সিনেমায় সাইবার অ্যাটাকের ক্ষেত্রে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্টের একজন কর্মকর্তা হিসেবে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। তিনি দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা এক তরুণী। তার চরিত্রে থাকবে নানান উত্থান-পতন ও নাটকীয়তা।’

মিম বলেন, ‘প্রযুক্তি ও সাইবার দুনিয়ায় নারীদের এগিয়ে আসার অনুপ্রেরণা দিতেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছি। এ ধরনের গল্প ও চরিত্র আমাদের সিনেমায় আগে আসেনি। আশা করি দারুণ একটি কাজ হবে।’

কয়েক দিন আগে ছবিটির সঙ্গে যুক্ত হন ‘ন ডরাই’-খ্যাত সুনেরাহ। তিনি বলেন, দীপন দা আমার পছন্দের নির্মাতা। চিত্রনাট্য ও কনসেপ্ট ভীষণ পছন্দ হয়েছে। তাছাড়া এখানে রোবটিক্স নিয়ে কাজ করতে পারবো এজন্য বেশি ভালো লাগছে। ছবিটির প্রস্তুতি হিসেবে ওয়ার্কশপ করছি। আগামী ২৪ জুন থেকে শুটিং শুরু হবে অন্তর্জালের।

এর আগে মিম ও সিয়াম করেছে রায়হান রাফীর ‘ইত্তেফাক’। তবে ছবিটি এখনো মুক্তি পায়নি। অন্য দিকে এবারই প্রথম সিয়ামের সঙ্গে অভিনয় করছেন সুনেরাহ।

‘অন্তর্জাল’ সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্যে আছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিনেমাটির ঘোষণা দেন।


মন্তব্য করুন