Select Page

সিয়ামের হাতে থাকা ছবিগুলো

সিয়ামের হাতে থাকা ছবিগুলো

সিয়াম আহমেদের মাত্র তিনটি ছবি মুক্তি পেয়েছে। এরই মধ্যে প্রতিশ্রুতিশীল নায়ক হিসেবে তাকে ভাবা হচ্ছে। বিশেষ করে এই অভিনেতার ছবি বাছাইয়ের দক্ষতা প্রশংসা পাচ্ছে। এ ছাড়া আলোচিত নির্মাতাদের পছন্দের শুরুতেই আছেন সিয়াম।আসুন তার হাতে থাকা ছবির হালচাল জেনে নিই-

বিশ্বসুন্দরী: পরিমনি এবং সিয়াম আহমেদ অভিনীত রোমান্টিক ড্রামা ছবিটি নির্মান করেছেন চয়নিকা চৌধুরী। ছবির কাজ শেষ। এখন মুক্তির জন্য প্রস্তুতি চলছে। সম্ভবত ডিসেম্বরেই মুক্তি পাবে।

পাপ পূন্য: মনপুরা ও স্বপজাল খ্যাত নির্মাতা গিয়াস উদ্দীন সেলিম চঞ্চল চৌধুরী এবং সিয়াম আহমেদকে নিয়ে নির্মান করেছেন ”পাপ পূন্য”।
রোমান্টিক ড্রামা এ ছবিতে আরো আছেন আফসানা মিমি, শাহনাজ সুমিসহ্‌ আরো অনেকে।এ ছবির কাজও শেষ। সম্ভবত ফেব্রুয়ারীতে মুক্তি পাবে।

শান: পোড়ামন ২ খ্যাত জুটি সিয়াম-পূজাকে নিয়ে পোড়ামন ২ ছবির সহকারী পরিচালক এম রহিম নির্মান করছেন ”শান” নামের কপ একশন ড্রামা।ছবিতে সিয়াম আহমেদকে প্রথমবারের মত বানিজ্যিক একশন ছবিতে পুলিশ চরিত্রে দেখা যাবে। এ ছবির বেশীর ভাগ কাজ শেষ। ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে ঘোষনা দেয়া হয়েছে।

অপারেশন সুন্দরবন: ঢাকা এটাক খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন ঘোষনা দিয়েছেন আরেকটি বিগ বাজেটের ছবির। র্যাবের সহযোগীতায় নির্মিত হবে ছবিটি। ছবিতে সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করবেন রিয়াজ, রোশান, তাসকিন, নুসরাত ফারিয়াসহ্‌ আরো অনেকে।
এ ছবির কাজ ডিসেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে ঈদুল আযহায় ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।

স্বপ্নবাজী: ফ্যাশন জগতের নানা দিক নিয়ে পোড়ামন ২ ও দহন খ্যাত নির্মাতা রায়হান রাফী নির্মানের ঘোষনা দিয়েছেন ”স্বপ্নবাজী” নামের ড্রামা ছবি। ছবিতে প্রধান চরিত্রে সিয়াম ছাড়াও থাকতে পারেন মাহিয়া মাহি, জান্নাতুল পিয়াসহ্‌ আরো অনেকে। এ ছবির কাজ ডিসেম্বরে শুরু হতে পারে।

ইত্তেফাক: সিয়াম আহমেদ এবং বিদ্যা সিনহা সাহা মিম জুটিকে নিয়ে রোমান্টিক একশন ড্রামা ছবিটির ঘোষনা দিয়েছেন পোড়ামন ২ ও দহন খ্যাত নির্মাতা রায়হান রাফী। তবে এ ছবির কাজ কবে শুরু হবে তা নিশ্চিত করে জানা যায়নি।

রিকশাগার্ল: আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ইংরেজী ছবি রিকশাগার্ল- এ একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে সিয়াম আহমেদকে। একজন সিনেমার সুপারস্টার চরিত্রে অতিথি শিল্পী হিসেবে শাকিব খানকে প্রস্তাব করেছিলেন নির্মাতা। কিন্তু শাকিব সিডিউল দিতে না পারায় এ চরিত্রে সিয়ামকে প্রস্তাব দেয়া হয়েছে।রিক্সাগার্লের কাজ প্রায় শেষ। ছবিটি আগামী বছর মুক্তি পেতে পারে।

উল্লেখ্য যে, উপরের সবগুলো ছবিই এ সময়ের সব প্রতিভাবান নির্মাতাদের হাতে তৈরী হচ্ছে। তাই ছবিগুলো নিয়ে আমার এক্সাইট্মেন্ট সত্যিই খুব বেশী। সবগুলো ছবিই আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার চেষ্টা করবো।

আপনারা কোন ছবিগুলো নিয়ে বেশী এক্সাইটেড বা কোন ছবিগুলো দেখতে বেশী আগ্রহী কমেন্ট করে জানান।


মন্তব্য করুন