Select Page

সিয়াম-পূজার পরের ছবি ‘দহন’

সিয়াম-পূজার পরের ছবি ‘দহন’

 

রায়হান রাফি পরিচালিত প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ এর শুটিং শেষ। এখন ডাবিং করছেন। পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পেতে পারে ছবিটি। তার আগেই ‘পোড়ামন ২’ জুটি সিয়াম আহমেদ ও পূজাকে নিয়ে নতুন ছবির প্রস্তুতি শুরু করেছেন নির্মাতা।

ওই ছবির নাম ‘দহন’। এর জন্য ওজন কমানো শুরু করেছেন সিয়াম। ৮ কেজি ওজন ইতোমধ্যে কমেছে, লক্ষ্য আরো ১২ কেজি কমানো।

সিয়াম জানালেন, ‘পোড়ামন ২’ ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করেছেন, ‘দহন’-এ অভিনয় করবেন ঠিক উল্টো চরিত্রে।

সিনেমাটিতে আরো অনেক চমক থাকছে। শিগগিরই তার অনেকটা খোলাসা করবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

‘দহন’ হতে যাচ্ছে সিয়ামের দ্বিতীয় সিনেমা। অন্যদিকে নায়িকা হিসেবে পূজার তৃতীয় সিনেমা। ইতোমধ্যে প্রথম সিনেমা ‘নূর জাহান’ বাংলাদেশ-ভারতে মুক্তি পেয়েছে।


Leave a reply