Select Page

সিয়াম-পূজার বাজিমাত, ঈদে ‘পোড়ামন ২’

সিয়াম-পূজার বাজিমাত, ঈদে ‘পোড়ামন ২’

ঈদে সাধারণত বড় তারকাদের সিনেমা মুক্তি পায়। সেই দিক থেকে ভাগ্যবান নতুন জুটি সিয়াম আহমেদ ও পূজা। রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ মুক্তি পাবে ঈদুল ফিতরে।

বৈশাখে সিনেমাটি মুক্তির কথা ছিল। পরে ওই তারিখে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তি পায়।

জাজ মাল্টিমিডিয়ার তরফে ঈদে ‘পোড়ামন ২’ মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত দুই বছর ধরে ঈদুল ফিতরে দুটি সিনেমা মুক্তি দিয়ে আসছে জাজ। বরাবরের মতো থাকছে জিৎ অভিনীত যৌথ প্রযোজনার ছবি। কিন্তু থাকছে না জাজের ব্যানারে শাকিব খানের কোনো সিনেমা। তার বদলে যুক্ত হলো ‘পোড়ামন ২’।

শোনা যাচ্ছে ‘পোড়ামন ২’ ছাড়া ঈদে আরো চারটি ছবি মুক্তি পাবে। এগুলো হলো ‘সুপার হিরো’, ‘ভাইজান এল রে’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘সুলতান’।

ইতোমধ্যে অনলাইনে ‘পোড়ামন ২’ এর বেশ কয়েকটি পোস্টার প্রকাশ হয়েছে। যা দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে। এছাড়া ফ্রান্সে শুরু হতে যাওয়া কান চলচ্চিত্র উৎসবে ১৩ মে হল করে অনুষ্ঠিত হবে সিনেমাটির প্রিমিয়ার।


মন্তব্য করুন