Select Page

সিয়াম-পূজার ‘শান’: অভিনব পোস্টারে জানা গেল মুক্তির তারিখ

সিয়াম-পূজার ‘শান’: অভিনব পোস্টারে জানা গেল মুক্তির তারিখ

আলোচনায় থাকা পুলিশ অ্যাকশন-থ্রিলার ‘শান’ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। অফিশিয়াল পোস্টার প্রকাশ করে বৃহস্পতিবার দেওয়া হলো এ ঘোষণা।

সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। যিনি ৬-৭ বছর জাজের চলচ্চিত্রে প্রধান সহকারী পরিচালকের দায়িত্ব সামলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‌‘পোড়ামন ২’ ও ‌‘দহন’। এ দুই ছবির পরিচালক রায়হান রাফী পোস্টার শেয়ার করে রাহিমের প্রতি শুভ কামনা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

নতুন পোস্টার বলে দিচ্ছে, মানবপাচার নিয়ে এগিয়েছে ‘শান’-এর কাহিনি। নীলচে টোনে নকশা করে পোস্টারে প্রধান অভিনেতারা নেই, আছে চোখবাধা কিছু তরুণ।

সেখানে জানানো হয়, ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‌‘শান’। মূলত গত বছরের ঈদুল আজহা উপলক্ষে তৈরি হয়েছিল ছবিটি। করোনার কারণে এক পর্যায়ে আটকে যায় শুটিং।

এ ছবিতে অভিনয় কেরছন সিয়াম আহমেদ, পূজা চেরি, তাসকিন রহমান, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদসহ অনেকে।

এম আতিকুর রহমানের সঙ্গে ‘শান’ প্রযোজনার পাশাপাশি কাহিনি লিখেছেন আজাদ খান। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সাইফুল শাহিন। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

এর আগে প্রকাশিত সিনেমার প্রথম টিজার বেশ ভালো সাড়া পেয়েছে। যেখানে অ্যাকশন অবতারে জমিয়ে দিয়েছিলেন সিয়াম ও তাসকিন।


Leave a reply