Select Page

সুড়ঙ্গ: লায়ন সিনেমাসে নয় দিনে ৩৮ লাখ টাকার টিকিট বিক্রি

সুড়ঙ্গ: লায়ন সিনেমাসে নয় দিনে ৩৮ লাখ টাকার টিকিট বিক্রি

লায়ন সিনেমাসে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ মুক্তি পাওয়ার পর ২০০ দিনে যে পরিমাণ টিকিট বিক্রি করেছিল, ‘সুড়ঙ্গ’ মাত্র ৯ দিনে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। খবর ডেইলি স্টার।

লায়ন সিনেমা হলের আইটি ম্যানেজার ইমরান হোসেন বলেন, ‘সুড়ঙ্গ মুক্তির দিন থেকে গতকাল পর্যন্ত (৯ জুলাই) ৩৮ লাখ ২৩ হাজার ৯০০ টাকার টিকিট বিক্রি করেছে। পরাণ মুক্তির পর (২০০ দিনে) টিকিট বিক্রি হয়েছে ৩৬ লাখ ৫৭ হাজার ৭৫০ টাকা। এছাড়াও হাওয়া সিনেমা মুক্তির দিন থেকে শেষ পর্যন্ত টিকিট বিক্রি বাবদ আয় হয় ৪৫ লাখ ৯৫ হাজার ৩৫০ টাকা।’

ইমরান হোসেন আরও বলেন, এই বিক্রিটাকে বলে কাউন্টার সেল (গ্রস)। আশা করছি ‘হাওয়া’র টিকিট বিক্রিকেও ছাড়িয়ে যাবে সুড়ঙ্গ আগামী কয়েকদিনে।

এর আগে ‘সুড়ঙ্গ’-এর প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, প্রথম সাতদিনে স্টার সিনেপ্লেক্সে এই ছবির আড়াই কোটি টাকার টিকিট বিক্রি হয়।


মন্তব্য করুন