Select Page

সুন্দরবনের গভীরে অনেক বড় ‘কিন্তু’… দেখুন ট্রেলার

সুন্দরবনের গভীরে অনেক বড় ‘কিন্তু’… দেখুন ট্রেলার

সুন্দরবন, জলদস্যুতা ও র‌্যাবের কাহিনি ‘অপারেশন সুন্দরবন’। টিজার বলেছিল সেই কথা, ট্রেলার আরও বড় ধামাকার আভাস দিল।

আড়াই মিনিটের বেশি দৈর্ঘ্যের ট্রেলার জানায়, সুন্দরবনে গেড়ে বসা জলদস্যুদের দমন নিয়ে এ কাহিনি। কিন্তু এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং স্থলভাগ থেকে নিয়ন্ত্রিত হয় এই জলজ বনের যত অপরাধ।

বিষয়টা তত সাদামাটা নয়। ছবির একটি চরিত্র বলছে, সুন্দরবনের গভীরে অনেক বড় ‘কিন্তু’ আছে। কী সেই কিন্তু? সেই কথা বলবে পুরো সিনেমা।

ট্রেলারে বেশ কিছু ভয়েস ওভার ব্যবহার হয়েছে। রিয়াজ, রোশান, সিয়াম, শতাব্দী ওয়াদুদের মতো জনপ্রিয় অভিনেতাদের। যার যার চরিত্রের আত্মপ্রত্যয় উঠে এসেছে সেখানে। বোঝা যাচ্ছে সেয়ানে সেয়ানে লড়াই হতে যাচ্ছে।

এর আগে শোনা গিয়েছিল ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন’। তবে ট্রেলারে এলো চূড়ান্ত ঘোষণা, ২৩ সেপ্টেম্বর। আর কক্সবাজারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে র‌্যাব প্রযোজিত সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে শুক্রবার।

দীপংকর দীপন পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, মনোজ প্রমাণিক, দর্শনা বণিকসহ অনেকে।


মন্তব্য করুন