Select Page

‘সুপারহিরো’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

‘সুপারহিরো’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শাকিব খান-শবনম বুবলি অভিনীত ও আশিকুর রহমান পরিচালিত ‘সুপারহিরো’র চলতি বছরের ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রলিয়ায় টানা শুটিং হয়। কিন্তু চলচ্চিত্রটি বিদেশে শুটিংয়ের জন্য অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। নিপা এন্টারপ্রাইজ নামে চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।  খবর কালের কণ্ঠ।

একইসাথে বিদেশে শুটিং করার বিষয়ে সরকারি অনুমোদন না নেওয়ায় ‘সুপারহিরো’ ছবিটিকে সনদ প্রদান না করার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে। সোমবার অভিযোগ পত্রটি সচিবের দপ্তরে প্রেরণ করা হয়েছে।

প্রযোজক সেলিনা বেগম স্বাক্ষরিত ওই অভিযোগ পত্রে বলা হয়েছে, ‘সুপারহিরো’ ছবিটি সরকারি অনুমতি ব্যাতিত, সরকারের রাজস্ব, ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধপথে দেশ হতে টাকা নিয়ে অস্ট্রেলিয়ায় শুটিং করা হয়েছে। ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে, এতে করে সাধারণ প্রযোজকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে উল্লেখ করা হয়। ছবিটিকে সেন্সর না দিতে ও অভিযোগকৃত বিষয়ে তদন্ত করার আহবান জানানো হয়েছে।

এ বিষয়ে ছবিটির পরিচালক আশিকুর রহমান বলেন, বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান দেখেছে। আমি যতদূর জানি সমস্ত অনুমতি নেওয়া হয়েছে।

সুপারহিরো নির্মাণ করেছে হার্টবিট কথাচিত্র। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।


মন্তব্য করুন