Select Page

‘সুপার হিরো’কে ঠেকাতে চায় নিপা এন্টারপ্রাইজ, লাভ যাবে ‘ভাইজান এলো রে’র ঘরে!

‘সুপার হিরো’কে ঠেকাতে চায় নিপা এন্টারপ্রাইজ, লাভ যাবে ‘ভাইজান এলো রে’র ঘরে!

ভারতীয় সিনেমা ‘ভাইজান এলো রে’ নিয়ে চলছে জটিলতা। এর মধ্যে শাকিব খানের অন্য দুটি ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘সুপার হিরো’র মধ্যে চলছে অন্য ধরনের প্রতিযোগিতা।

সম্প্রতি আশিকুর রহমানের ‘সুপার হিরো’ ছবির বিরুদ্ধে নিপা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান তথ্য মন্ত্রণালয়ে আভিযোগ করেছে। অভিযোগপত্রে সরকারি অনুমতি ছাড়া অস্ট্রেলিয়ায় শুটিং করার কারণে ‘সুপার হিরো’কে সেন্সর বোর্ডের ছাড়পত্র না দেওয়ার আহ্বান করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, ‘সুপার হিরো নামক ছবিটি সরকারি অনুমতি ব্যতিত, সরকারের রাজস্ব ও ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশ থেকে টাকা নিয়ে ২২/০১/২০১৮ হইতে ১০/০২/২০১৮ ইং পর্যন্ত অস্ট্রেলিয়া সুটিং করিয়া আসিতেছে এবং ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার প্রস্তুতিও গ্রহণ করিয়াছে। এতে করে আমরা সাধারণ প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুপার হিরো নামক ছবিটি নিয়ম না মানার কারণে সেন্সর সনদপত্র পাওয়ার যোগ্যতা হারিয়েছে।’

মজার বিষয় হলো— উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি প্রযোজনা করেছেন সেলিম খান। এ প্রযোজকের মেয়ে সেলিনা বেগমের প্রতিষ্ঠান হলো নিপা এন্টারপ্রাইজ।

কিন্তু এখানে প্রশ্ন দেখা দিয়েছে অন্য একটি বিষয়ে। ‘সুপার হিরো’ যদি ঠেকানো যায় আর ‘ভাইজান এলো রে’ মুক্তি পায়, তবে লাভটা কার ঘরে যাচ্ছে? কারণ ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ নয়, ‘সুপার হিরো’ যোগ্য প্রতিদ্বন্দ্বী হতে পারে ভারতীয় সিনেমাটি।

কারণ ইতোমধ্যে জানা গেছে কলকাতার এসকে মুভিজের বাংলাদেশি সংস্করণ এসকে ইন্টারন্যাশনাল ঘাঁটি গেড়েছে সেলিম খানের শাপলা মিডিয়ার অফিসে। অন্যদিকে, শাপলা মিডিয়ার আগের রিলিজ ‘আমি নেতা হবে’ বলে দেয় ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ কতটা সাড়া পাবে দর্শকের কাছে। সেটা নিশ্চয় ‘সুপার হিরো’র চেয়ে বেশি নয়। আবার ‘সুপার হিরো’র কারণে একচেটিয়া বাজার দখল থেকে পিছিয়ে পড়তে পারে ‘ভাইজান এলো রে’। এখন প্রশ্ন হলো, ‘সুপার হিরো’র বিরুদ্ধে আনা অভিযোগ কতটা সত্যি? নিপা এন্টারপ্রাইজ কি ‘ভাইজান এলো রে’কে সুযোগ করে দিচ্ছে?

হয়তো সময়ই বলে দেবে সব!


মন্তব্য করুন