Select Page

সেন্সরবোর্ডে চাষী নজরুলের শেষ ছবি

Antorongoএ বছরের শুরুতে সবাইকে কাঁদিয়ে মৃত্যুবরণ করেছেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম। মৃত্যুর আগে ২০১৩ সালের শেষের দিকে মহরতের মাধ্যমে তিনি একটি চলচ্চিত্র নির্মান কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেন নি। সুখের সংবাদ হল, ছবিটির বাকী কাজ শেষ করে মুক্তির উদ্যোগ নিয়েছে প্রযোজনা সংস্থা। সম্প্রতি সেন্সরবোর্ডে জমা দেয়া হয়েছে চাষী নজরুল ইসলাম পরিচালিত সর্বশেষ ছবি অন্তরঙ্গ।

অন্তরঙ্গ প্রযোজনা করেছে কার্নিভ্যাল মোশন পিকচার লিমিটেড। ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে আলিশা প্রধান এবং ইমন। এ ছাড়া আরও আছেন অমিত হাসান, অরুণা বিশ্বাস প্রমুখ।

অন্তরঙ্গ ছবি মুক্তি প্রসঙ্গে আলিশা প্রধান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘খ্যাতিমান নির্মাতা চাষী নজরুল ইসলামের হাত ধরে চলচ্চিত্রে কাজ শুরু করি। আমি ছবিটি মুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবির নির্মাতা বেঁচে থাকলে আমার এই আনন্দ দ্বিগুণ হয়ে যেত। ছবির শুটিংয়ের জন্য চাষী স্যার অনেক কষ্ট করেছেন। এ ছবির জন্য সবাই অনেক কষ্ট করেছেন। তবুও খুশি, ছবিটি মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে।


মন্তব্য করুন