Select Page

আইটেমে আর নাচবেন না বিপাশা

Bipashaঢাকাই চলচ্চিত্রে আইটেম শিল্পীর নামের তালিকা করতে গেলে সবার আগে যার নাম আসবে তিনি বিপাশা কবিরজাজ মাল্টিমিডিয়ামাহিবাপ্পীর প্রথম ছবি ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে একই সাথে আইটেম গার্ল হিসেবে অভিষেক হয়েছিল বিপাশার। তারপর নেচেছেন আরও ৩২টি ছবিতে। এবার জানিয়েছেন, আর নয় আইটেম গান, এখন থেকে অভিনয়ে মনযোগী হবেন বিপাশা।

এই সিদ্ধান্তের পেছনে সম্প্রতি প্রথম আলোকে জানিয়েছেন, তিনি নায়িকা হতেই চলচ্চিত্রে এসেছিলেন। তাই আপাতত অভিনয়ে মনযোগী হতে চান তিনি। তবে তার এ সিদ্ধান্তের ফলাফলও দেখা যাচ্ছে। সৈকত নাসিরের চলচ্চিত্র তালাশে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

অবশ্য এই সিদ্ধান্তেরও একটি ব্যতিক্রম হতে পারে – এমন আভাস দিয়েছেন বিপাশা। যদি বড় বাজেট বা বড় কোন প্রতিষ্ঠানের ছবিতে গান গাওয়ার প্রস্তাব আছে, সেক্ষেত্রে তিনি চিন্তা করে দেখবেন।

২০১৩ সালে নিষ্পাপ মুন্না চলচ্চিত্রে আইটেম গান গাওয়ার সময় প্রযোজনা প্রতিষ্ঠানটি তাকে নায়িকা হওয়ার ব্যাপারে উৎসাহিত করে। ছবিটি প্রযোজনা করে আলী ফিল্মস। তাদেরই প্রযোজিত দুটি ছবিতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে তার যাত্রা শুরু হয়। সৈকত নাসিরের ‘তালাশ’ ছবিটি ছাড়াও নায়িকা বিপাশা কবিরের হাতে থাকা অন্য ছবিগুলো হচ্ছে সায়মন তারেকের ‘গুন্ডামি’ ও ‘ক্রাইম রোড’, শাহেদ চৌধুরীর ‘আড়াল’ এবং সোহেল বাবুর ‘বাজে ছেলে দ্য লোফার’। ছবিগুলোতে বিপাশার নায়কেরা হলেন বাপ্পি, শাহরিয়াজ ও এবিএম সুমন


মন্তব্য করুন