Select Page

সেন্সরে নিষিদ্ধ হয়ে ইউটিউবে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

সেন্সরে নিষিদ্ধ হয়ে ইউটিউবে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

রুবেল আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমার শুটিং শুরু হয়েছিল সাত বছর আগে। নানা চড়াই-উতড়াই পেরিয়ে সম্প্রতি ‘প্রেমকাহন’ নামে ছাড়পত্রের জন্য জমা দিলে ঘটে বিপত্তি। হলে সেটিকে প্রদর্শনের অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

এখন বৃহস্পতিবার ইউটিউবে ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছে পরিচালক।

‘প্রেমকাহন’ নামে ছবিটি গত ২৭ অক্টোবর বোর্ড সদস্যরা দেখে এবং ২ নভেম্বর নিষিদ্ধের সিদ্ধান্ত জানায়। চিঠিতে তারা পাঁচটি কারণ উল্লেখ করেছিল। এর মধ্যে অন্যতম হচ্ছে ছবির কাহিনি অসংলগ্ন ও সংলাপ অশ্লীল। বোর্ড ৩০ দিনের মধ্যে তাদের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ রেখেছে। তবে সে সুযোগ গ্রহণ করেননি পরিচালক।

অসম বয়সের প্রেমের গল্প নিয়ে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সিমলার বিপরীতে এতে অভিনয় করেছেন মামুন। এর আগে ‘ঘেটুপুত্র কমলা’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন মামুন। সত্য ঘটনা অবলম্বনে ২০১৪ সালের আগস্ট মাসে এ ছবির শুটিং শুরু হয়।

সিনেমায় ৩৮ বছর বয়সী এক নারীর প্রেমে জড়িয়ে পড়ে ১৮ বছরের এক তরুণ। ছবিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহ-প্রযোজক রেড পিকচার্স।


মন্তব্য করুন