Select Page

সেন্সরে যাচ্ছে ‘বন্ধন’

সেন্সরে যাচ্ছে ‘বন্ধন’

২০১৬ সালের শেষদিকে শুরু হয়েছিল ‘বন্ধন’। পরিচালনা করছেন অনন্য মামুন। গত মাসে শুটিং শেষ হওয়ার পর বর্তমানে চলছে সম্পাদনা। পরিচালক অনন্য মামুন বলেন, নতুন বছরে এ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। আর কয়েকদিন পরই ছবিটি সেন্সরে জমা দেবো।

রোমান্স, রোমাঞ্চ, বন্ধুত্ব আর তারুণ্যে উদ্দীপ্ত গল্পে সাজানো পাঁচ বন্ধুকে কেন্দ্র করে ‘বন্ধন’ ছবির কাহিনী। এখানে তিনটি জুটি অভিনয় করেছেন।

লাইভ টেকনোলজির প্রযোজনায় এ ছবিতে অভিনেতা শিপন মিত্রের সঙ্গে দেখা যাবে এমিয়া এমিকে। আরও দুই জুটি হিসেবে রয়েছেন সাঞ্জু জন ও স্পর্শিয়া, ফেয়ার এ্যান্ড লাভলী মেন হ্যান্ডসামের তন্ময় ও কলকাতার মডেল-অভিনেত্রী মৌমিতা হরি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডন, ইভার সাইর, মিশা সওদাগর প্রমুখ।

নায়ক শিপন বলেন, আমার কাছে ছবির গল্পটা অনেক স্পর্শকাতর মনে হয়েছে। সমাজের সুন্দর একটি গল্প উঠে এসেছে এই ছবিতে। আশা করি, আমাদের অনেকের জীবনের প্রতিচ্ছবি দেখা যাবে এই ছবিতে, যা থেকে আমরা কিছু শিখতেও পারব। আর গল্পের বিষয় ও উপস্থাপন স্টাইল আমার কাছে নতুন মনে হয়েছে।

নতুন বছরের শুরুতে মুক্তি পেলে এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটবে মডেল-অভিনেত্রী স্পর্শিয়ার। এর আগে স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করলেও এবারই প্রথম বাণিজ্যিক ধারার ছবিতে অভিনয় করেছেন তিনি।


মন্তব্য করুন