Select Page

সেন্সর ফাড়া কাটিয়ে ‘লিডার’

সেন্সর ফাড়া কাটিয়ে ‘লিডার’

এক বছর আগে সেন্সর বোর্ডে জমা পড়ে দিলশাদুল হক শিমুল পরিচালিত ‘লিডার’। বোর্ড সদস্যদের বেশ কিছু আপত্তির মুখে থমকে থাকে সিনেমাটির ছাড়পত্র প্রাপ্তি। কিন্তু বড় ধরনের কাটছাটে রাজি ছিলেন না নির্মাতা।

অবশেষে বছর গড়িয়ে ৩০ জানুয়ারি ‘লিডার’ পেল ছাড়পত্র। তা পরিচালকের হাতে পৌঁছে ১ ফেব্রুয়ারি।

জানা যায়, সেন্সর সনদ পেতে ছোটখাট কাটছাটে রাজি হন নির্মাতা। তবে বিস্তারিত এখনো জানাননি।

‌পলিটিক্যাল থ্রিলার ‘লিডার’-এর মূল তিনটি চরিত্রে অভিনয় করছেন মৌসুমী, ফেরদৌস ও ওমর সানি।


মন্তব্য করুন