Select Page

সেপ্টেম্বরে ইভটিজিং

সেপ্টেম্বরে ইভটিজিং

Poster_Eve Teasingসব কিছু ঠিকঠাক থাকলে ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে কাজী হায়াৎ পরিচালিত ‘ইভটিজিং‘। ইতিমধ্যে মুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র মিলেছে। এমনটি জানালেন ছবিটির প্রধান অভিনেতা কাজী মারুফ

দেশ কয়েকমাস আগে থেকেই এ ছবির ব্যতিক্রমধর্মী পোস্টার চোখে পড়েছে দর্শকদের। সমসাময়িক ইস্যু নিয়ে নির্মিত ছবিটি ইতিমধ্যে বেশ আলোচনার জম্ম দিয়েছে। ছবিটি নিয়ে বেশ আশাবাদী বলে জানালেন কাজী মারুফ।

এছাড়া কাজী হায়াৎ জানিয়েছেন, এটি হতে যাচ্ছে তার পরিচালনায় সর্বশেষ ছবি।

ছবিটিতে আরো অভিনয় করেছেন তমা মির্জা, কাজী হায়াৎও মিজু আহমেদ


১ টি মন্তব্য

মন্তব্য করুন