Select Page

সেপ্টেম্বরে মুক্তি পাবে তিশা-রাজের ‘রক্তজবা’

সেপ্টেম্বরে মুক্তি পাবে তিশা-রাজের ‘রক্তজবা’

ছবিরটির নাম ‘রক্তজবা’। সম্প্রতি পেয়েছে সেন্সর ছাড়পত্র

 ‘পরাণ’ দিয়ে সুসময় পার করছেন শরিফুল রাজ। সামনে আসছে আলোচিত ছবি ‘হাওয়া’। এবার এলো আরেকটি সুখবর! খবর বাংলা ট্রিবিউন।

‘কাঠবিড়ালী’-খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তা বানিয়েছেন তার দ্বিতীয় ছবি ‘রক্তজবা’। যেখানে রাজের সঙ্গে আছেন নুসরাত ইমরোজ তিশা ও লুৎফর রহমান জর্জ।

২৫ জুন ছবিটির সেন্সর শো হয়। ২৮ জুন বিনা কর্তনে মুক্তির ছাড়পত্র হাতে পান পরিচালক। জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে ছবিটি মুক্তি পাবে। যেখানে পাওয়া যাবে শিক্ষক, ছিনতাইকারী ও পতিতা চরিত্রের তিনটি গল্প। যে গল্পগুলো আবার একসূত্রে গাঁথা।

মুক্তার ভাষ্যে, ‘এই গল্পের সূত্র একটি চিঠি। সেটির সূত্র খুঁজতে গিয়েই ৩ জন ভিন্ন ঘরানার মানুষের সমান্তরাল জার্নি দেখানোর চেষ্টা করেছি।’

যোগ করেন, ‘‘নির্মাণ হিসাবে এইটা আগেরটার (কাঠবিড়ালী) চেয়ে স্মার্ট মেকিং। গল্পটা আরও পরিণত। সবাই অভিনয় অসাধারণ করেছেন। নির্মাতা হিসেবে আমি খুশি ‘রক্তজবা’ বানিয়ে।’

ছবিটি দেখার পর মানুষ যেন বলে, নির্মাতা হিসেবে নিয়ামুল মুক্তার উন্নতি হয়েছে! দর্শকদের কাছে তেমনটাই প্রত্যাশা নির্মাতার।

 ‘রক্তজবা’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া প্রমুখ। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। ক্রিয়েটিভ ও নির্বাহী প্রযোজক আবু শাহেদ ইমন। চিত্রগ্রহণ করছেন বরকত হোসাইন পলাশ, শিল্প নির্দেশনা দিয়েছেন কাজী তানভীর রশিদ অপু, অ্যাকটিং কোচ হিসেবে ছিলেন আসাদুজ্জামান আবির ও প্রধান সহকারী পরিচালক কে এম কনক।


মন্তব্য করুন