Select Page

সেলিম খানের কটাক্ষের পর শাকিবের পারিশ্রমিক প্রকাশ

সেলিম খানের কটাক্ষের পর শাকিবের পারিশ্রমিক প্রকাশ

চলতি বছরের শুরুর দিকে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘কম বাজেটে ১০০ সিনেমা’র ঘোষণায় একহাত নিয়েছিলেন শাকিব খান। ঢালিউড কিং মনে করেন, বিগ বাজেটের ভালো ছবি একটি হলেই যথেষ্ট।

এরপর সম্প্রতি শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান তার অনেক সিনেমার নায়ক শাকিবকে নিয়ে কটাক্ষ করেছেন। শাকিবকে ‘সুপারস্টার’ মানতেই চান না তিনি, এমনকি সরকারি অনুদানের ৬০ লাখের টাকায় অভিনয় নিয়েও তার মন্তব্য বিরূপ।

সেলিম খান ও শাকিব খান

সেলিম খান বলেন, “শাকিব বর্তমানে যে ‘গলুই’ সিনেমার শুট করছেন, সেটার বাজেট মাত্র ৬০ লাখ টাকা। উনি যদি সুপারস্টারই হন, তাহলে ৬০ লাখ টাকা বাজেটের সিনেমা কেন করছেন?”

এমন মন্তব্যের পর বসে থাকেননি ‘গলুই’র প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি জানান, এ সিনেমার পেছনে তিনি বড় অঙ্কের টাকাই ঢালছেন। এ কারণে ২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকার সরকারি অনুদানের ছবি হলেও শাকিব একাই পাচ্ছেন ৪০ লাখ টাকা।

বিষয়টি নিয়ে খোরশেদ আলম খসরু বলেন, ‘পারিশ্রমিকের ব্যাপারটা সম্পর্কসহ অনেক বিষয়ের ওপর নির্ভর করে। আমরা সবকিছু মিলিয়েই সুন্দরভাবে শুটিং করছি। আমাদের সিনেমায় শাকিবকে আমরা ৪০ লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছি।’

ছবিটি পরিচালনা করছেন এস এ হক অলিক। এতে শাকিব খান একজন ঢুলি। সিনেমাটিতে তার বিপরীতে নায়িকা হিসেবে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি।

শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ছবির মহরতে অন্যদের সঙ্গে শাকিব খান ও সেলিম খান

এ দিকে শাকিবকে ‘সুপারস্টার’ না চাইলেও সিয়াম ও আরিফিন শুভকে সুপারস্টার মনে করেন সেলিম খান। তিনি বলেছেন, ‘শাকিবের যেহেতু একেক পর এক সিনেমা ডাউনে যাচ্ছে, দর্শক দেখছে না। তাকে আমি সুপারস্টার মনে করি না।’

সেলিম খান বলেন, “সরকার প্রায় ১০০ কোটি টাকা দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক সিনেমা নির্মাণ করছে। আমি এই সিনেমাটা সম্পর্কে একজন প্রযোজক হিসেবে খোঁজ নিয়ে দেখেছি… আরিফিন শুভ অনেক ভাল কাজ করেছে। ইতিমধ্যে সে (শুভ) আমাদের প্রযোজনায় ‘নূর’ নামের একটি সিনেমায় কাজ করছে। আমি মনে করি যে, ‘নূর’ এবং বায়োপিক মুক্তির পর বাংলাদেশের জনগণ মনে করবে সুপারস্টার আরিফিন শুভ। আর ‘অপারেশন সুন্দরবন’ দেখে বাংলাদেশের জনগণ মনে করবে সিয়াম সুপারস্টার…। শুভ-সিয়াম দুজনকে মনে করি ভবিষ্যতের না, বর্তমানেই সুপারস্টার।”

শাকিব ও সেলিম মিলে ক্যাপ্টেন খান, আমি নেতা হবো, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া ও শাহেনশাহ করেছেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে ‘বিদ্রোহী’।

সূত্র/ বাংলা ট্রিবিউন ও বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন