Select Page

আবেগ লুকাতে পারেননি ‌‘অস্তিত্ব’র চিত্রনাট্যকার

আবেগ লুকাতে পারেননি ‌‘অস্তিত্ব’র চিত্রনাট্যকার

someshwar-oli1

অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ মুক্তি পাচ্ছে শুক্রবার। ‘বিশেষ শিশু’দের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভনুসরাত ইমরোজ তিশা। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সোমেশ্বর অলি

সিনেমাটির মুক্তির কাছাকাছি সময়ে এসে আবেগ লুকাতে পারেননি জনপ্রিয় এ গীতিকার। অলি মঙ্গলবার ফেসবুকে জানান, ‘অস্তিত্ব’র অংশ হতে পেরে আনন্দিত।

যৌথভাবে চিত্রনাট্য লেখার প্রসঙ্গ উল্লেখ করে জানান, এটি তার লেখা সিনেমার প্রথম চিত্রনাট্য। লেখালেখির ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পেয়েছেন এবং সমৃদ্ধ হয়েছে অভিজ্ঞতার ভাণ্ডার।

সবচেয়ে আকর্ষণীয় তথ্য হল, গীতিকার হিসেবে অলি পরিচিত হলেও নিজের মনোযোগ ধরে রাখার জন্য এ সিনেমার জন্য কোনো গান লিখেননি। যদিও অনন্যর সাম্প্রতিক সিনেমায় শোনা গিয়েছিল অলির লেখার গান।

আরো জানান, বিশেষ শিশুর চরিত্র চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তিশা। এ সিনেমায় তার চরিত্রে সংলাপ কম। আবারো সংলাপ কম আছে এমন চরিত্র তার জন্য লিখতে অলিকে অনুরোধ করেছেন তিশা। উত্তরে হেসেছেন অলি।

সম্ভবত তিশার আশা পূরণ করছেন সোমেশ্বর অলি। তিশার গল্পেই নির্মিতব্য অনন্যর পরের সিনেমা ‘তোর নামে লিখেছি হৃদয়’র সঙ্গে যুক্ত আছেন তিনি।


মন্তব্য করুন