Select Page

সোশ্যাল মিডিয়ার সুবিধা নিয়ে এগিয়ে ‘পোড়ামন ২’

সোশ্যাল মিডিয়ার সুবিধা নিয়ে এগিয়ে ‘পোড়ামন ২’ঈদুল ফিতরের বেশিদিন বাকি নেই। সেই হিসেবে ঈদের সিনেমার প্রচারণায় তোড়জোর দেখা যাওয়ার কথা। কিন্তু এখনো ঈদের সিনেমার পুরো তালিকাই পাওয়া যায়নি।

তবে তালিকায় নাম লেখানো থেকে শুরু করে আনুষঙ্গিক কাজে এগিয়ে আছে ‘পোড়ামন ২’ ও ‘চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’। দ্বিতীয় সিনেমার প্রচারণা অবশ্য ইউটিউবে ট্রেলার আর গান প্রকাশে সীমাবদ্ধ।

তবে প্রচারণায় একচেটিয়া আধিপত্য জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’। বছরের শুরু থেকে একের পর এক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আলোচনায় আসে সিনেমাটি। মনোযোগের বিষয় হলো সোশ্যাল মিডিয়ার সিনেমা বিষয়ক গ্রুপ ও আলোচকদের গুরুত্ব দিয়ে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।

অভিযোগ আছে- বছর কয়েক আগে বাংলা চলচ্চিত্র গ্রুপে নিজেদের সিনেমার স্থিরচিত্র প্রকাশ করায় অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে রিপোর্ট করে জাজ। এখন একই প্রতিষ্ঠান সিনেমার প্রচারণায় হাত মিলিয়েছেন তাদের সাথেই।

সম্প্রতি জাজের কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন বাংলা চলচ্চিত্র গ্রুপের এক অ্যাডমিন ও সিনেমা বিষয়ক একজন লেখক। তাদের অবশ্য আগে থেকে সিনেমাটি নিয়ে সরব হতে দেখা গেছে। তারা তুলে এনেছেন ‘পোড়ামন ২’ এর ইতিবাচক নানা দিক।

মজার বিষয় হলো, ওই গ্রুপে নিষিদ্ধ আছে জাজের যৌথ প্রযোজনার সিনেমা ও আমদানিকৃত সিনেমার প্রচারণা। তবে লেখকদের মতে, ভালো সিনেমার প্রচারে এগিয়ে এসেছেন।

আরো ইতিবাচক দিক হলো এ গ্রুপে এসে প্রচারণা চালাচ্ছেন সিনেমাটির নায়ক-নায়িকাও।

অন্যদিকে সম্প্রতি একই গ্রুপের সঙ্গে ‘থিয়েটার থ্রেড’ নামের ইউটিউব কেন্দ্রিক চ্যানেল নতুন ধরনের প্রচারণার আয়োজন করে। ‘সিনেমার জাগরণ, দর্শকের আলোড়ন’ শীর্ষক আয়োজনেরও সুবিধাভোগী জাজ। পয়লা জুন যমুনা ফিউচার পার্কের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন ‘পোড়ামন ২’ পরিচালক ও অভিনয়শিল্পী সিয়াম-পূজা। সেই আয়োজনকে সফল দাবি করছেন উদ্যোক্তারা।

সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ার সুবিধা পুরোপুরি নগদ করে নিল ‘পোড়ামন ২’।

অন্যদিকে আশিকুর রহমানের ‘সুপার হিরো’ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেলেও সিনেমাটি ঈদে আসবে কিনা নিশ্চয়তা নেই। তাদেরও প্রচারণায় সে অর্থে মনোযোগ নেই।


মন্তব্য করুন