Select Page

সোহানের ছবির নাম পরিবর্তন

সোহানের ছবির নাম পরিবর্তন

61930_e8সোহানুর রহমান সোহান পরিচালিত ‘ভালোবাসার চেয়ে একটু বেশী’ ছবির নাম পরিবর্তন করে ‘ভাল লাগার চেয়েও একটু বেশি’ রাখা হয়েছে।

একই নামে আরেকজন ছবি নির্মাণ শুরু করে দেয়ায় সোহান নামে পরিবর্তন আনেন।

ইউনিভার্সাল পারফর্মিং আর্টস ও ইনস্টিটিউট প্রযোজিত  এই ছবিতে তিনি চারজন নতুন মুখ উপহার দিচ্ছেন। তার হলেন শ্রাবণ খান, মাসুকা, টিংকি, আব্বাস খান।

ইতিমধ্যে ছবির মহরত হয়েছে। সহসাই শুটিং শুরু হবে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন