Select Page

স্টার সিনেপ্লেক্সের ৫৬ শো’র ৪৫টি বাংলা ছবির

স্টার সিনেপ্লেক্সের ৫৬ শো’র ৪৫টি বাংলা ছবির

ঈদুল আজহার ৭৫ দিন পরও এসে দেশের প্রধান মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে বাংলা সিনেমার আধিপত্য বজায় রয়েছে। চলতি সপ্তাহে মোটামুটি সব শো ঢালিউডের দখলে।

স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্য মতে, রাজধানীর ৫টি আউটলেটে শুক্রবার ৫৬টি শো’র বিপরীতে ৪৫টি পেয়েছে বাংলা ছবি। এ ছাড়া বিজয় স্মরণী শাখায় শনিবার থেকে বাংলা ছবির একটি শো বাড়বে।

এ সপ্তাহে হলিউডে উল্লেখযোগ্য বলতে এক দশক আগের ‘অ্যাভাটার’ সিনেমার রিরিলিজ। এটি সিনেপ্লেক্সে পাচ্ছে ১০টি শো। এনিমেশন ছবি ‘কুইন্টেসেনশিয়াল কুইন্টুপ্লেট’ পেয়েছে একটি শো। এর আগে ব্র্যাড পিটের ‘বুলেট ট্রেন’সহ একাধিক হলিউড ছবি তেমন ভালো করতে পারেনি। তবে সামনে ‘অ্যাভাটার টু’সহ বেশ কয়েকটি হলিউড ছবি আছে মুক্তির মিছিলে।

ঢাকাই সিনেমার মধ্যে ১৯টি শো নিয়ে এগিয়ে আছে ‘অপারেশন সুন্দরবন’। আরেক নতুন রিলিজ ‘বিউটি সার্কাস’ পেয়েছে ৭টি। তবে মুক্তির ৭৬তম দিনে ৮টি শো নিয়ে এখনো চমক দিয়ে যাচ্ছে ‘পরাণ’। আরেক ব্লকবাস্টার ‘হাওয়া’ নবম সপ্তাহে এসেও ৯টি শো দখলে নিয়েছে, যা সিনেমাটির প্রথম সপ্তাহ থেকে বেশি। এ ছাড়া আগের সপ্তাহের রিলিজ ‘বীরত্ব’ পেয়েছে ২টি শো।

গত ঈদুল আজহায় ‘দিন দ্য ডে’ উল্লেখযোগ্য সংখ্যক শো নিয়ে শুরু হলেও ওয়াশ আউট হয়েছে দ্বিতীয় সপ্তাহ শেষে। অন্যদিকে কোনঠাসা ‘পরাণ’ দিনে দিনে শক্তিশালী হয়ে উঠেছে।

শুধু স্টার সিনেপ্লেক্স নয়, দেশের হাতেগোনা বাকি মাল্টিপ্লেক্সও বাংলা সিনেমা প্রদর্শনে এগিয়ে আছে।


মন্তব্য করুন