Select Page

স্টার সিনেপ্লেক্সে নেপালি সিনেমা, বিপরীতে যাচ্ছে ‘ন ডরাই’

স্টার সিনেপ্লেক্সে নেপালি সিনেমা, বিপরীতে যাচ্ছে ‘ন ডরাই’

এক সময় নেপালের সঙ্গে যৌথ প্রযোজনায় বাংলাদেশে সিনেমা তৈরি হয়েছে। তবে সরাসরি সেই দেশের সিনেমা বাংলাদেশে মুক্তি পায়নি। এবার সাফটা বাণিজ্য চুক্তির আওতায় মুক্তি পাচ্ছে নেপালি সিনেমা ‘মিসিং’, যার আমদানিকারক স্টার সিনেপ্লেক্স।

‘মিসিং’-এর দৃশ্য

জানা গেছে, এ সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’। শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমাটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স।

অনেকটা কমেডির ঢঙের ‘মিসিং’-এ এক তরুণীর অপহরণের ঘটনা উঠে এসেছে। যা আরো অনেক কিছুর মাঝে নেপালি সমাজে বিদ্যমান সাংস্কৃতিক বৈপরীত্য তুলে ধরে।

সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ১৮ জুলাই। এরই মধ্যে স্টার সিনেপ্লেক্স সোশ্যাল মিডিয়ায় ‘মিসিং’-এর ট্রেলার প্রকাশ করেছে।

গত জুনের শেষ দিকে ‘মিসিং’ সার্টিফিকেশন বোর্ড দেখার পর ছাড়পত্র দেয়। তবে ‘ন ডরাই’-এর নেপালি রিলিজ কোন পর্যায়ে আছে জানা যায়নি।

দীপেন্দ্র গোচান পরিচালিত ‘মিসিং’-এর প্রধান তিন চরিত্রে আছেন সৃষ্টি শ্রেষ্ঠা, জাসিটা কার্কি ও নাজির হুসেন।

সাধারণত বাংলাদেশে উপমহাদেশীয় ভাষার সিনেমার মধ্যে হিন্দির প্রতি আকর্ষণ বেশি। তবে সাফটা চুক্তির আওতায় ভারতের যাওয়া বাংলাদেশের কোনো সিনেমা সাদরে গৃহীত হয়নি। সেদিক থেকে ‘ন ডরাই’ নেপালে সাড়া পায় কিনা সেদিকে এখন নজর। সিনেমাটি ইতিবাচকভাবে গৃহীত হলে বাংলা সিনেমার জন্য নতুন বাজারও খুলতে পারে।


Leave a reply