Select Page

প্রিয়তমা : দ্বিতীয় সপ্তাহে ৮ কোটি ৫৫ লাখ টাকার টিকিট বিক্রির দাবি

প্রিয়তমা : দ্বিতীয় সপ্তাহে ৮ কোটি ৫৫ লাখ টাকার টিকিট বিক্রির দাবি

 ‘প্রিয়তমা’র কোটি কোটি টাকার টিকিট বিক্রির দাবি করা হচ্ছে। দুই সপ্তাহের মধ্যে বলা হচ্ছে অলটাইম ব্লকবাস্টার। কিন্তু জানা গেল না, ছবির বাজেট কত বা প্রযোজকের পকেটে কত টাকা ঢুকল। স্বচ্ছতা খাতিরে এটুকু জানানো তো দরকার!

প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও বড় অঙ্কের টিকিট বিক্রির কথা জানালেন ‘প্রিয়তমা’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ। কিন্তু উল্লেখ করলেন না লভ্যাংশ!

শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’র দ্বিতীয় সপ্তাহে ৮ কোটি ৫৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে বলে জানান নির্মাতা।

প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও শতাধিক প্রেক্ষাগৃহে দর্শক দেখে ঈদের সিনেমাটি। সঙ্গে যুক্ত হয় উত্তর আমেরিকার ৪২টি পর্দা। পরিবেশক স্বপ্ন স্কোয়ারস্ক্রো জানিয়েছিল, প্রথম তিন দিনে সিনেমাটির আয় ছিল ৪৪ হাজার ডলার।

এর আগে হিমেল জানান, প্রথম সপ্তাহে শুধু বাংলাদেশে বিক্রি হয় ১০ কোটি ৩০ লাখ টাকার টিকিট। এখন পরিচালকের দেয়া দুই সপ্তাহের অঙ্ক যোগ করলে দাঁড়ায় ১৮ কোটি ৮৫ লাখ টাকা!

তৃতীয় সপ্তাহে দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে চলছে আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’।


মন্তব্য করুন