Select Page

স্টোরি অব সামারা’র ট্রেলার প্রকাশ

স্টোরি অব সামারা’র ট্রেলার প্রকাশ

Rikiya-Masudo

সায়েন্স ফিকশন মুভি ‘স্টোরি অব সামারা’র ট্রেলার প্রকাশ হলো সম্প্রতি। রিকিয়া মাসুদো পরিচালিত এ ছবির ৩ মিনিট ১৮ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলারটি ইউটিউবে ছাড়া হয় ২৩ আগস্ট। কল্পবিজ্ঞান নির্ভর এ ছবিরকাজ শুরু হয়েছিলো গত বছরের আগস্টে।

রিকিয়া মাসুদো জানিয়েছেন, আগামী কোরবানির ঈদে এটি সারাদেশে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

‘স্টোরি অব সামারা’র দৃশ্যধারণ হয়েছে ঢাকা, কক্সবাজার ও রাঙামাটিতে। এতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, শিবা আলি খান, সাঞ্জু, শিমুল খান, আমান খান, এটিএম শামসুজ্জামান, কাবিলা, চিত্রলেখা গুহ প্রমুখ।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স প্রডাকশন সূত্রে জানা গেছে, শিগগিরই ‘স্টোরি অব সামারা’ ছবির গানের অডিও প্রকাশ করা হবে।

ছবির ট্রেলারের ইউটিউব লিঙ্ক: https://www.youtube.com/watch?v=v0PlW2HnRCE#t=13


মন্তব্য করুন