Select Page

‘স্টোরি অব সামারা’র দ্বিতীয় ট্রেলার প্রকাশ

‘স্টোরি অব সামারা’র দ্বিতীয় ট্রেলার প্রকাশ

story-of-samara

সায়েন্স ফিকশন ছবি ‘স্টোরি অব সামারা’র দ্বিতীয় ট্রেলার প্রকাশ হয়েছে সম্প্রতি। ১ মিনিট ৭ সেকেন্ড ব্যাপ্তির এ ট্রেলার দেখা যাচ্ছে ইউটিউবে। এর আগে এ ছবির প্রথম ট্রেলার ইউটিউবে প্রকাশ হয় ২৩ আগস্ট। সেটার ট্রেলারের ব্যাপ্তি ছিল তিন মিনিট ১৮ সেকেন্ড।

ছবির প্রযোজনা সংস্থা ভারটেক্স প্রোডাকশন সূত্রে জানা গেছে, ছবির পোস্ট প্রোডকশনের কাজ শেষের দিকে। কোরবানীর ঈদের পর ছবিটি মুক্তি দেয়া হবে। প্রযোজনা সংস্থা সূত্রে ছবির ট্রেলার সম্পর্কে জানা গেছে, ভারটেক্স প্রডাকশন হাউস- এর বাইরে থেকে ‘স্টোরি অব সামারা’র যেসব ট্রেলার প্রকাশ করা হচ্ছে, তার মান সম্পর্কে ভারটেক্স প্রডাকশন হাউসের দায় নেই। ব্যক্তিগত স্বার্থে অন্য কেউ এগুলো করছে। মূলত এই প্রযোজনা সংস্থাটি এখন পর্যন্ত মাত্র দুটি ট্রেলার প্রকাশ করেছে।

দুইটি ভিন্ন গ্রহের গল্প চিত্রায়িত হয়েছে ‘স্টোরি অব সামারা’য়। যেখানে পৃথিবীর পাঁচ তরুণ-তরুণীকে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে দেখা যাবে।

রিকিয়া মাসুদো পরিচালিত ভৌতিক ধাঁচের এ ছবিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, পিয়া, আমান, সিবা আলি খান, কাবিলা, রিকিয়া মাসুদো, সাঞ্জু প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন আনোয়ার হক। গান গেয়েছেন সামিনা চৌধুরী, এসআই টুটুল, ন্যান্সি প্রমুখ।

 

 


মন্তব্য করুন