Select Page

‘স্বপ্নবাড়ি’ সেন্সরে হলো ‘স্বপ্নের ঘর’

‘স্বপ্নবাড়ি’ সেন্সরে হলো ‘স্বপ্নের ঘর’

আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারি মমকে নামি মিউজিক ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু নির্মাণ করেছেন ‘স্বপ্নবাড়ি’। এ নিয়ে বাংলা ছবির নিয়মিত দর্শকরা জানেন।

গেল ১২ সেপ্টেম্বর ছবিটিকে সেন্সর ছাড়পত্রের সার্টিফিকেট দিয়েছে সেন্সর বোর্ড। সেখানে দেখা গেল ছবিটির নতুন নাম ‘স্বপ্নের ঘর’।

সিনেমাটি নিয়ে জাগো নিউজকে পরিচালক বলেন, ‘অনেক শ্রম নিয়ে ছবিটি নির্মাণ করেছি। একটি হৃদয় ছোঁয়া গল্প আছে এখানে। শিল্পীরাও চেষ্টা করেছেন ভালো লাগার মতো কাজ করার। আশা করছি ছবিটি উপভোগ্য হবে দর্শকদের কাছে। শিগগিরই ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’

‘স্বপ্নের ঘর’ নির্মিত হয়েছে সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী গল্পকে কেন্দ্র করে। যার মূল গল্পভাবনা অনীশ দাস অপুর, তারসঙ্গে গল্পের চিত্রনাট্য করেছেন শাওন হক।

নির্মাতা অংশু বলেন, ‘আমাদের দেশে এ ধরণের গল্পে ছবি সাধারণত নির্মিত হয় না। যেসব দর্শক সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের ছবি দেখতে পছন্দ করেন, তারা একেবারেই নতুন কিছু পেতে যাচ্ছেন। চেষ্টা করেছি সব ধরণের দর্শকদের এন্টারটেইন করার। অ্যাকশন-রোমান্টিক ফিল্মের দর্শকরাও ছবিটি পছন্দ করবেন সে চেষ্টাও করেছি।’

ছবিতে মিলন ও মম ছাড়াও দেখা যাবে নওশাবা ও শিমুল খানকে। দুজনই গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে হাজির হবেন।


মন্তব্য করুন