Select Page

স্বাগতা-রাশেদ জামানের বাগদান

স্বাগতা-রাশেদ জামানের বাগদান

Rashed Zaman - Swagota২০০৮ সাল থেকে স্বাগতার সাথে রাশেদ জামানের পরিচয়। পরিচয় থেকে প্রেম। এবার বিয়ের মধ্য দিয়ে প্রেমের সফল সমাপ্তি ঘটাতে চলেছেন অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী স্বাগতা এবং চিত্রগ্রাহক রাশেদ জামান।

সোমবার রাতে পারিবারিক আয়োজনে রাজধানীর গুলশানের একটি রেস্তরাঁয় নিজেদের মধ্যে আংটি বদল করেন তারা।

বাগদান অনুষ্ঠানে মিডিয়ার তেমন কেউ উপস্থিত ছিলেন না। পুরোপুরি পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে বাগদান। বিয়ের দিন-তারিখ এখনো ঠিক হয় নি।

রাশেদ জামান দেশের সেরা চিত্রগ্রাহকদের একজন। তুরস্কের মিডলইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেছেন তিনি। তার তোলা একটি ছবি ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পায়। অমিতাভ রেজা নির্মিত বেশির ভাগ বিজ্ঞাপনচিত্রের চিত্রগ্রহণ করেছেন তিনি। সামনে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ ছবির চিত্রগ্রাহক হিসেবেও কাজ করবেন রাশেদ।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন