Select Page

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন নায়করাজ

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন নায়করাজ

Razzakবাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের জন্য বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ পেতে যাচ্ছেন নায়করাজ রাজ্জাক। ৪ মার্চ এ বছরের পুরস্কারের জন্য মনোনীতদের নাম চূড়ান্ত করে সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

দেশের সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য রাজ্জাক এ পুরস্কার পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন।

পুরস্কারের জন্য মনোনীতরা একটি করে সোনার পদক এবং একটি সম্মাননাসূচক প্রত্যয়নপত্র পাবেন। এর সঙ্গে নগদ পুরস্কার হিসাবে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হবে।

 


মন্তব্য করুন