Select Page

হঠাৎ আলোচনায় সোহান-শুভ’র অস্বস্তিকর অতীত

হঠাৎ আলোচনায় সোহান-শুভ’র অস্বস্তিকর অতীত

বছর ছয়েক আগে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘জেদী’র নামের ছবিতে কাজ করেছিলেন আরিফিন শুভ। যদিও সেই ছবি শেষ পর্যন্ত অসমাপ্তই থেকে যায়। সম্প্রতি সে বিষয়টি আলোচনায় ওঠে এসেছে সোহানের একটি মন্তব্যকে কেন্দ্র করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্রবিষয়ক একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান একপ্রস্ত অভিযোগ এনেছেন শুভর বিরুদ্ধে।

জানিয়েছেন, অসদাচরণ করেছেন শুভ। এমনকি পরিচালক অসুস্থ হয়ে পড়ায় পরবর্তী সময়ে আর সিডিউল দেননি এই নায়ক। যার কারণে ৬০ শতাংশ কাজ হয়েও শেষ হয়নি ‘জেদী’ নামের চলচ্চিত্র। ক্ষতির মুখে পড়েছেন পরিচালক-প্রযোজক। শুনতে হয়েছে কটু কথাও।

শুভ বললেন, ‘এটা অনেক আগের ছবি। ৭-৮ বছর তো হবেই। বিষয়টি নিয়ে আমি নতুন করে মন্তব্য করতে চাই না।’

তবে ইউটিউব চ্যানেলের টকশোতে সোহান বলেন, ‘‘আমার দেখা সবচেয়ে খারাপ মনের অভিনেতা শুভ। তার জন্য আমি একটি ছবি শেষ করতে পারিনি। আমার অসুস্থতার কারণে তার শুটিং বন্ধ রেখেছিলাম। পরে সুস্থ হয়ে তার কাছে গেলাম। বেশ কয়েকদিন ঘুরিয়েছে। পরে আমি বললাম, ‘তুমি আমাকে আসলে ঘুরাচ্ছো কেন? আমি অসুস্থ ছিলাম বলেই তো সময় অনুযায়ী কাজ করতে পারিনি।’ শুভ আমাকে পাল্টা বললো, ‘আপনি অসুস্থ তো আমার কী করার আছে?’ এই কথাটি আমাকে চরম আঘাত করেছে। অথচ এই ব্যক্তিটিই বঙ্গবন্ধুর মতো মহান একটি মানুষের চরিত্রটিতে কাজ করছে। তার মতো ‘বেয়াদব’ আমার জীবনে পাইনি।’’

‘জেদী’ সিনেমার জন্য শুভর পুরো পারিশ্রমিক বাবদ ছয় লাখ টাকাও দিয়েছেন বলে জানান সোহান।

বিষয়টি নিয়ে কথা বলতে চাননি দেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। তিনি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে কথা বলতে চাই না। কারণ এতে কাদা ছোড়াছুড়ি হবে। তিনি বয়োজেষ্ঠ্য, তার মঙ্গল হোক, তিনি ভালো থাকুন।’

এই অভিনেতা আরও বলেন, ‘এ ঘটনায় আমি স্তব্ধ। উনি আমার বাবার বয়সী। বাবা সন্তানকে বললে, সন্তান যে উল্টো বলবে সেই শিক্ষা আমাকে বাড়ি থেকে দেওয়া হয় নাই। উনি যা বলেছেন সেটা ওনার মন্তব্য। উনি বলতেই পারেন। আমার দিকের কথাগুলো আমি বলতে চাই না।’

সোহানুর রহমান সোহানের বড় আবিষ্কার ছিলেন প্রয়াত সালমান শাহ। ‘কেয়ামত’ ছবির মধ্যমে তাকে পর্দায় আনেন। তবে শেষদিকে এসে এ নায়কের বিরুদ্ধে ‘বেয়াদবি’র অভিযোগ এনেছিলেন সোহান। এমনকি তার পরবর্তী সৃষ্টি নায়ক শাকিলের ক্ষেত্রেও একই তকমা দিয়েছিলেন নির্মাতা।

গত কয়েক মাস ধরেই এই চিত্রনায়ক ব্যস্ত আছেন ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্র নিয়ে। যা তৈরি হচ্ছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ওপর। ভারত-বাংলাদেশ রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিতব্য ছবিটি পরিচালনা করছেন প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।

সূত্র/ বাংলা ট্রিবিউন, নিউজ বাংলা২৪ ও ঢাকা পোস্ট


মন্তব্য করুন