Select Page

‘হলুদবনি’র তিশা কলকাতায়

‘হলুদবনি’র তিশা কলকাতায়

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার  ‘হলুদবনি’তে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। ত্রিমুখী ভালোবাসার গল্পের ছবিটির জন্য বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন।

৩ মার্চ ঢাকা ত্যাগ করেছেন এই অভিনেত্রী। এ ছবিতে তিশার বিপরীতে অভিনয় করছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।

ছবিটিতে তিশা অনু নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করছেন। বর্তমানে কলকাতার বিভিন্ন লোকেশনে ছবির চিত্রায়ন চলছে।

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ হচ্ছে। এটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরী। এর চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত। প্রযোজনা করছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও কলকাতার  টেলিসিনে এন্টারটেইনমেন্ট।

প্রথম ভাগের কাজ শেষ করে ১৩ মার্চ ঢাকায় ফেরার ইচ্ছে রয়েছে তিশার। এ ছবিতে কলকাতার অভিনেত্রী পাওলি দামও কাজ করছেন। তাদের পাশাপাশি বিভিন্ন চরিত্রে সোমা রায়, সৌমিত্র মিত্রসহ দুই দেশের আরো বেশ কয়েকজন অভিনয় শিল্পীকে দেখা যাবে।

ছবির ৭০ শতাংশ চিত্রায়ন হবে কলকাতায়, বাকি ৩০ ভাগ বাংলাদেশে।

এ ছবিতে পাওলিকে কন্তুরি ও পরমব্রতকে পলাশ নামে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

এদিকে এ ছবির বাইরে তিশা হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘এপার ওপার’ শিরোনামের আরেকটি ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছেন। এ ছবিতে স্টার জলসার ‘মেমবউ’ সিরিয়ালের নায়ক সৌরভকে তিশার বিপরীতে দেখা যাবে।


মন্তব্য করুন