Select Page

হাওয়া: উত্তর আমেরিকায় ৪ দিনে আয় ২ কোটি টাকার বেশি

হাওয়া: উত্তর আমেরিকায় ৪ দিনে আয় ২ কোটি টাকার বেশি

যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড সংখ্যক ১১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে বাংলাদেশের মতো ঝড় তুলেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। মাত্র চার দিনে মোট টিকিট বিক্রি হয়েছে ল বাংলাদেশি মুদ্রায় ২ কোটি টাকারও বেশি।

এই তথ্য নিশ্চিত করেছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো।

এর আগে একই বাজারে ‘দেবী’র লাইফটাইম গ্রস ছিল ১ কোটি টাকারও বেশি। সেই রেকর্ড ছাড়ল চঞ্চল চৌধুরী,  শরিফুল রাজ ও নাজিফা তুষি অভিনীত ব্লকবাস্টারটি।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়,  বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ‘হাওয়া’ ইউএস টপ চার্টে জায়গা করে নিয়েছে! ব্যবসার শক্তি দিয়ে আমাদের সিনেমা পৃথিবীর এক নম্বর টপ চার্ট এ ঢুকে পড়েছে! তা ও আবার টপ ৩০ এ!

মুক্তির পর প্রথম ৪ দিনের আয় ‘হাওয়া’ এ মুহূর্তে ইউএস টপ চার্টে ২৭ নম্বরে অবস্থান করছে। প্রথম ৪ দিনে (‘লেবার ডে’ লং উইকেন্ডে) ‘হাওয়া’ এর গ্রস বক্স অফিস কালেকশন ২ লাখ ১৩ হাজার ৪৬১ ডলার। এর মধ্যে কানাডায় গ্রস ৮৬ হাজার ৩১২ ডলার ও আমেরিকা গ্রস ১ লাখ ২৭ হাজার ১৪৯ ডলার।  এখন পর্যন্ত ‘হাওয়া’ দেখে ফেলেছেন ২৫ হাজার ৪৪৪ জন।

এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘দেবী’র লাইফটাইম গ্রস বক্স অফিস আয় ছিল ১ লাখ ২৫ হাজার ৪১৪ ডলার। ‘দেবী’র সম্পূর্ণ আয় ‘হাওয়া’ মাত্র ৩ দিনেই অতিক্রম করে গেছে! ‘হাওয়া’র ৩ দিনের আয় ছিল ১ লাখ ৫৯ হাজার ৭৫২ ডলার।

বলার অপেক্ষা রাখে না, এ অসাধারণ সাফল্যের জন্য অনেকগুলো থিয়েটারেই ‘হাওয়া’ দ্বিতীয় সপ্তাহেও চলবে। কিন্তু তারপরেও আমেরিকার একটা নতুন থিয়েটারও ‘হাওয়া’র জন্য যোগ করা যায়নি আসছে সপ্তাহে। কারণ, আগামী সপ্তাহে ইন্টারন্যাশনাল সিনেমার কোটা বেশিরভাগ পূরণ করবে বলিউড ছবি ‘ব্রহ্মাস্ত্র’।


মন্তব্য করুন