Select Page

হাওয়া: সুমনের পরিচালনায় চঞ্চল-রাজ-তুষি

হাওয়া: সুমনের পরিচালনায় চঞ্চল-রাজ-তুষি

বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছিল, মেজবাউর রহমান সুমন চলচ্চিত্র পরিচালনায় আসছেন। তিনি প্রায় তিনশো’র মতো বিজ্ঞাপন ও বেশকিছু টিভি ফিকশন নির্মাণ করেছেন।

কিছুদিন আগে শোনা যায়, প্রথম ছবিতে সুমন বেছে নিয়েছেন এই সময়ের অন্যতম সফল অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

নতুন খবর হলো, আগামী অক্টোবর থেকে এর শুটিং শুরু হবে। ছবির নাম ‘হাওয়া’।

কেন্দ্রীয় চরিত্রে থাকছেন আরও ৮জন শিল্পী। এর মধ্যে আছেন ‘আইসক্রিম’ অভিনেতা শরিফুল রাজ ও তুষি।

সিনেমা প্রসঙ্গে এখনই বলতে নারাজ সুমন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ছবির কাজ গত দেড় বছর ধরে করছি। মানে পোস্ট প্রোডাশনের কাজ আরকি। ছবির প্রধান চরিত্রগুলোতে থাকছেন ৯ জন। অনেকেই চূড়ান্ত। তবে সবাই নন। তাই নির্মাতা হিসেবে দু’একজনের নাম বললে অন্যদের গুরুত্ব কমে যায়। আমাদের পরিকল্পনা হলো, আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে সবকিছু সাংবাদিকদের সামনে তুলে ধরা।’

আরও বলেন, ‘যদি দু’একজন তারকার নাম সামনে আসে, তাহলে মনে হতে পারে এটি একটি প্রেমের গল্প। আসলে এখানে ৯টি চরিত্রই সমভাবে কাজ করবে।’

জানা যায়, অক্টোবরের শেষ সপ্তাহে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এলাকায় এর শুটিং শুরু হবে।


Leave a reply