Select Page

‘হাজার বছর ধরে’র ১৫ বছর পূর্তি

‘হাজার বছর ধরে’র ১৫ বছর পূর্তি

কিংবদন্তি পরিচালক জহির রায়হানের কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’ অবলম্বনে একই শিরোনামে সরকারি অনুদানে সিনেমা পরিচালনা করেন বিখ্যাত অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা।২০০৫ সালের ৮ জুলাই মুক্তি পাওয়া সিনেমাটির ১৫ বছর পূর্তি হলো বুধবার।

এ ছবিতে প্রধান দুটি চরিত্র মন্ত ও টুনির ভুমিকায় অভিনয় করেছেন রিয়াজ ও নবাগত শারমিন যোহা শশী। ছিলেন শাহনূর, এটিএম শামসুজ্জামান, সুচন্দা, নাজমা আনোয়ারসহ অনেকে।

ছবিটি ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৫ এর মোট ছয়টি বিভাগে পুরস্কার লাভ করে। শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার সহ মেরিল প্রথম আলো পুরস্কার-এর একটি বিশেষ পুরস্কারসহ মোট চারটি বিভাগে স্বীকৃতি লাভ করে।

সেই সময়ের স্মৃতি নিয়ে নায়িকা  শশী বলেন, ‘ছবি করার সময় সুচন্দা আন্টির মতো বড় একজন মানুষের সান্নিধ্য পেয়েছিলাম।’

নায়ক রিয়াজের সঙ্গে একটা দৃশ্যের কথা উল্লেখ করে প্রথম আলোকে বলেন, ‘রিয়াজ ভাই পুকুরপাড়ে কয়লা দিয়ে দাঁত মাজছিলেন। আমি পেছন থেকে গিয়ে দেখব তাঁর পিঠে একটা কাটা দাগ। তাঁকে জিজ্ঞেস করব, কীভাবে কেটেছে। তিনি বলবেন, রাতে মাছ ধরতে গিয়ে কেটে গেছে। দৃশ্যটা ছিল রোমান্টিক। কাটা জায়গাটা স্পর্শ করে আমি তাঁকে বলব ব্যথা করছে কি না। ওই দৃশ্যের জন্য যতটা ইমোশনাল হতে হয়, আমি সে রকম হতে পারছিলাম না। অনেকবার চেষ্টা করেছি, তারপরও অ্যাকশন বলার পর আর হচ্ছিল না। তখন ৩৫ মিলিমিটারে শুটিং হতো। আমার জন্য অনেক রিল নষ্ট হচ্ছিল।’

সুচন্দা রেগে গিয়ে বলেছিলেন, রিয়াজ একটা সুদর্শন ছেলে। তুমি তাঁর সঙ্গে অভিনয় করছ, তাঁকে দেখে কি তোমার ন্যূনতম কোনো ফিলিংস হচ্ছে না।

 


Leave a reply