Select Page

‘হাজীর বিরিয়ানি’র হিসু থেকে কুত্তার পেটে ঘি!

‘হাজীর বিরিয়ানি’র হিসু থেকে কুত্তার পেটে ঘি!

# গানের শিরোনামে খুশি হয়েছিলেন অনেকে
# কিন্তু ভেতরের কথায় খুশি হতে পারেননি তারা
# সমালোচনার জবাবে ফেসবুক লাইভ ও অনলাইন পোর্টালে বক্তব্য দেন নির্মাতা ও নায়ক
# অনেকে ঝোপ বুঝে কোপ মেরেছেন
# সমালোচকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন জাজ মাল্টিমিডিয়ার কর্মকর্তা
# অনেকে সিনেমাটি বয়কটের ঘোষণা দিয়েছেন

জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ নিয়ে নির্মাণের শুরু থেকেই দর্শকের প্রত্যাশা অনেক। কারণ ‘পোড়ামন ২’ এ রায়হান রাফি, সিয়াম আহমেদ ও পূজা চেরি তাদের মন কেড়েছিল। কিন্তু প্রথম গানের লিরিকের সূত্র ধরে বিতর্ক চড়িয়েছে সিনেমা বয়কট পর্যন্ত।

কয়েকদিন আগে ঘোষণায় বলা হয়, আসছে সিনেমার প্রথম গান ‘হাজীর বিরিয়ানি’। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের নাম দেখে শুরুতেই উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। কিন্তু গান প্রকাশের পর তা ফিকে হতে শুরু করে।

গানের শিরোনামের সঙ্গে ভেতরের সারমর্মের কোনো মিল নেই, উল্টো বিতর্কিত হয় একটি লাইন। যেখানে বলা হয়, রাতে মদ খেয়ে মাতাল হয়ে প্রশ্রাব (হিসু) করবে দেওয়ালে। লাইনটি অনেকের পছন্দ হয়নি। আশাহতের কথা লিখেন সোশ্যাল মিডিয়ায়।

কেউ কেউ বলেন, কলকাতার গীতিকার প্রিয় চট্টোপাধ্যায় বাংলাদেশের প্রেক্ষিতে গানের লাইন সাজাতে পারেননি। আর সুরকার-গায়ক আকাশ সেনের নকল প্রবণতা নিয়ে বলা কিছু নেই। যথারীতি কয়েকটি গানের রেফারেন্সও চলে আসে। তবে দৃশ্যায়ন নিয়ে অনেকে প্রশংসা করেন। কিন্তু গান নিয়ে আপত্তি থেমে থাকে না।

এ পর্যায়ে বাধ্য হয়ে নিমার্তা রাফি ফেসবুক লাইভে এসে ও অভিনেতা সিয়াম অনলাইনে পোর্টালে গানটি নিয়ে সাফাই গান। তাদের বক্তব্য হলো- ‘দহন’-এর গল্প এমন গান ডিমান্ড করে। মাতাল হওয়া থেকে শুরু করে বিভিন্ন মাদকের নাম ও হিসু প্রসঙ্গটি জাস্টিফাই করেন তারা। কিন্তু সমালোচকদের মতো, কাহিনী হিসেবে নিয়ে অনেক কিছু ডিমান্ড করলেও সরাসরি না বলেও বোঝানো যায়- এর জন্য গানের কথা রুচিহীন হওয়ার দরকার পড়ে না। এমনকি ‘শালা’র উচ্চারণের ‘সালা’ হয়ে যাওয়া নিয়েও তর্ক হয়। তবে এ তর্কে কেউ কেউ ঝোপ বুঝে কোপ মেরেছেন। ‘পোড়ামন ২’ হিট হওয়া বা সিয়ামের নায়ক খ্যাতি নাপছন্দ লোকেরা তাদের বিষাদগারও শুরু করে।

এসব বিতর্ককে আরো উস্কে দিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্মকর্তা মোহাম্মদ আলিমুল্লাহ। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘কুত্তার পেটে ঘি ভাত হজম হয় না, তেমনি হাজীর বিরিয়ানিও সবার হজম হয়নি।’ সেই স্ট্যাটাসে অনেকের মন্তব্যে তিনি অরুচিকর উত্তরও দিয়েছেন। এরপর সিনেমাটি বয়কটের ডাক দেন অনেকে।


মন্তব্য করুন