Select Page

হাফ মুন/ নির্মাণ শুরুর আগে পোস্টারে চমকে দিলেন সাজ্জাদ

হাফ মুন/ নির্মাণ শুরুর আগে পোস্টারে চমকে দিলেন সাজ্জাদ

মাসুদ রানা সিরিজ অবলম্বনে নির্মিত ‘এমআর নাইন: ডু অর ডাই’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছে সাজ্জাদের। এবার তিনি অভিনয় করবেন যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান টিবি আর মাল্টিমিডিয়ার ব্যানারের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘হাফ মুন’-এ। সিনেমাটি নির্মাণ করবেন ফায়েজ আহমেদ।

গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে টিবিআর মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করা হয়। যা দেখা মাত্রই রহস্যের আঁচ পাওয়া যায়। একইসঙ্গে তাতে ‘হাফ মুন’ বা অর্ধেক চাঁদ নামের যেন যথার্থ প্রয়োগ খুঁজে পাওয়া গেল! প্রকাশিত ডার্ক রঙের পোস্টারে দুটি মুখ ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু একজনের অর্থাৎ শুধু নায়কের মুখ স্পষ্ট, নায়িকার মুখ অস্পষ্ট; যেন রহস্যে ঘেরা। এর কারণ এই সিনেমায় নায়িকা কে হচ্ছে তা আপাতত আড়ালেই রাখতে চাইছেন সংশ্লিষ্টরা। এখানেই শেষ নয়, পোস্টারে ব্রিজ, ঘড়ি ও নদীর চিত্র ফুটে উঠেছে।

নির্মাতা ফায়েজ আহমেদ ‘হাফ মুন’-এর মাধ্যমে প্রথমবার দেশে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। লন্ডনের নিউহ্যাম সিক্সফোম কলেজ থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়ার ওপর পড়াশোনা করা এই নির্মাতা এর আগে যুক্তরাষ্ট্রে ‘পারছি গারভেজ’ নামের ছবি পরিচালনা করেছেন। যেটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

হাফ মুন ইংরেজি ও বাংলা দুই ভাষায় তৈরি হবে। বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও মুক্তি পাবে সিনেমাটি। স্ক্রিপ্ট লিখেছেন ইয়েমেনের হাতেম মানিয়া, যিনি হলিউডের সিনেমায় স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেন। বাংলা চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

নির্মাতা ফায়েজ জানিয়েছেন, হাফ মুন নির্মিত হবে সত্য ঘটনা অবলম্বনে। তবে সিনেমার প্রয়োজনে গল্পে কিছুটা পরিবর্তন এসেছে। কোনো অ্যাকশন না থাকলেও থ্রিলার, সাসপেন্স, রোমান্টিকতা আর পারিবারিক গল্প খুঁজে পাবেন দর্শক।

গল্পের খানিকটা ধারণা দিয়ে তরুণ এ নির্মাতা জানান, কোনও অজানা কারণে একটি মেয়ের স্বাভাবিক জীবন ব্যহত হয়। কিন্তু কী কারণ সেই রহস্য উদঘাটন করবে গল্পের প্রধান চরিত্রে থাকা সাজ্জাদ। আর নায়কের সহযোগিতায় মেয়েটি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তবে এই পথ পাড়ি দেওয়া সহজ নয়, বাঁধা-বিপত্তিতে ঠাঁসা। সেইসব বাঁধা অতিক্রম করার গল্পই ফুটে উঠবে সিনেমায়। 

এদিকে নবাগত সাজ্জাদ হোসেনের ভাষ্য, ‘এমআর নাইনের মাধ্যমে আমার সিনেমায় পথচলা শুরু। চরিত্র ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ। তাই বরাবরই ভিন্নধর্মী কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চাই। এতে সংখ্যা কম হলেও মানটা ধরে রাখা যায়। এ জন্য অনেক ভেবেচিন্তে সিন্ধান্ত নিতে হয়েছে। চরিত্রের সঙ্গে নিজেকে মানানসই করতে প্রস্তুতি চলছে। আশা করব পর্দায় ভালো কিছু নিয়ে হাজির হতে পারব।’ 

‘হাফ মুন’ সম্পর্কে চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা বলেন, ‘হাফ মুন বা আধখানা চাঁদ একটা জমজমাট ট্রেজার হান্ট থ্রিলার। তবে সিনেমায় সাসপেন্সের সাথে রোমান্সও সমানতালে পাল্লা দিয়েছে। সেই সাথে আর্ট থেফট আর কিছু মিথলজিক্যাল এলিমেন্ট গল্পটাকে করেছে আরো বেশি এক্সাইটিং। সব মিলিয়ে এমন অভিনব গল্পে বাংলা সিনেমা খুব একটা দেখিনি আমরা। সাহসী একটা পদক্ষেপ নিচ্ছে প্রডাকশন হাউজ টিবিআর মাল্টিমিডিয়া। তাদের এই প্রয়াসে সাথে থাকতে পেরে আমিও খুব আনন্দিত।’

সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের দিকে শুরু হবে ‘হাফ মুন’-এর দৃশ্যধারণ। বাংলাদেশ, লন্ডন ও দক্ষিণ আফ্রিকায় এর শুটিং হবে।


মন্তব্য করুন