Select Page

হার্টবিটের ‘মনে রেখো’তে মাহি

হার্টবিটের ‘মনে রেখো’তে মাহি

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রোডাকশন। শাকিব খানকে নিয়ে একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া প্রতিষ্ঠানটির সঙ্গে ২৬ ফেব্রুয়ারি চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। ‘মনে রেখো’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন

মাহি বর্তমানে রয়েছেন কাপ্তাইয়ে; পবিত্র ভালোবাসা ছবির শুটিংয়ে। সেখান থেকে মোবাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি হার্টবিটের সঙ্গে প্রথম কাজ আমার। তারা সব সময় শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ করে। এবার আমাকে নিয়ে কাজটি করতে যাচ্ছে। তারা আমার প্রতি বিশ্বাস দেখিয়েছে। তাই আমার সর্বোচ্চ ভালো কাজটা দেওয়ার চেষ্টা থাকবে এখানে।’

এদিকে সুমন জানান, মাহির বিপরীতে কলকাতা থেকে দুজন অভিনয় করবেন। তবে তাদের দুজনের নাম এখনই বলতে চাননি এই পরিচালক। তার কথায়, দুজনের সঙ্গেই কথাবার্তা চূড়ান্ত। যেহেতু এখনো চুক্তি হয়নি, তাই নাম না বলাই ভালো।

তবে ছবিটির শুটিংয়ের দিন চূড়ান্ত হয়ে গেছে। পরিচালক বলেন, ১৬ মার্চ থেকে ঢাকার লোকেশনে শুটিং শুরু হবে ছবিটির। এরপর দার্জিলিংয়ের লোকেশনে।

‘মনে রেখো’তে আরো অভিনয় করবেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেবেকা, বিলাস খান, আমির সরকার প্রমুখ।


মন্তব্য করুন