Select Page

হিন্দি সিনেমা আমদানিতে প্রযোজক সমিতির যে সব শর্ত

হিন্দি সিনেমা আমদানিতে প্রযোজক সমিতির যে সব শর্ত

হিন্দি সিনেমা আমাদানিতে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও প্রদর্শক সমিতি এক হয়েছে।

বেশ কয়েক দফা বৈঠকের পর ৫ জানুয়ারি কিছু নীতিমালা তৈরি করেছেন সমিতির নেতারা। সেগুলো তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছ থেকে পাসও করিয়ে নিয়েছেন বলে এক প্রতিবেদনে জানায় কালের কণ্ঠ

করোনার এই দুঃসময়ে প্রেক্ষাগৃহ চালু রাখার জন্য ১০টি হিন্দি ছবি আমদানির আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী।

এ প্রসঙ্গে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা একটা বাজে সময় পার করছি। এই সময়ে দেশীয় প্রযোজকরা সিনেমা মুক্তি দিচ্ছেন না। ফলে বলিউডমুখী হতেই হচ্ছে। তবে জানিয়ে রাখা ভালো, কিছু শর্তও রয়েছে এখানে।”

শর্তগুলো খোলাসা করেন এভাবে, “ছবিগুলো মাসের শেষ সপ্তাহে মুক্তি পাবে। প্রতি মাসে একটির বেশি হিন্দি ছবি নয়। কোনো উৎসবে হিন্দি ছবি মুক্তি দেওয়া যাবে না। দেশীয় বড় বাজেটের ছবিগুলোর সঙ্গে কখনোই হিন্দি ছবি মুক্তি দেওয়া যাবে না। ছবি মুক্তির ক্ষেত্রে আগে দেশীয় ছবিকে প্রাধান্য দিতে হবে। আশা করছি এই শর্তগুলো মেনেই ছবি আমদানি করা হবে।”

সাম্প্রতিক হিন্দি সিনেমার আমদানির যুক্তি হিসেবে দেশীয় সিনেমার স্বল্পতা নিয়ে বলছে সংশ্লিষ্টরা। অথচ করোনার আবহে সারা বিশ্বের কোনো দেশেই পর্যাপ্ত চলচ্চিত্র মুক্তি পায়নি। বরং করোনার কারণে আটকে যাওয়ায় প্রায় অর্ধশত দেশীয় সিনেমা মুক্তির জন্য প্রস্তুত বা প্রস্তুতির পথে আছে। এ নিয়ে তাদের কোনো ভাষ্য নেই।


মন্তব্য করুন