Select Page

হিন্দি সিনেমা ‘বালা’য় নিরব

হিন্দি সিনেমা ‘বালা’য় নিরব

nirob-bala

হিন্দি ভাষার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের মডেল-নায়ক নিরব হোসেন। ছবির নাম ‘বালা’। নির্মাণ করছেন ফয়সাল সাইফ।

‘বালা’য় নিরবের নায়িকা হিসেবে থাকছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী কবিতা রাধেসিয়াম। তিনি কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন।

সত্যি ঘটনার উপর ভৌতিক গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘বালা’ সিনেমাটি। এখানে নিরব অভিনয় করছেন একজন সিবিআই অফিসারের চরিত্রে।

তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে কবিতা রাধাসিয়ামকে। ছবির গল্পে দেখা যাবে নিরব ও কবিতা একটি কন্যা শিশুকে দত্তক নেন। আর তার পর থেকেই নানা ধরনের ভৌতিক ঘটনা ঘটতে থাকে। ব্যাঙ্গালুরু, কলার, চিকমাগলুর ও উটির বিভিন্ন স্থানে এ ছবিটির শুটিং শুরু হবে শিগগিরই।

শোনা যাচ্ছে, ‘বালা’র সঙ্গে জড়িত আছে নিরবের নতুন সিনেমা ‌‘ভালোবেসে তোমার হবো’র প্রযোজনা প্রতিষ্ঠান।


মন্তব্য করুন